নতুন পোর্টালের মাধ্যমে বিনামূল্যেই মিলবে ২৩ হাজারেরও বেশি উচ্চশিক্ষার কোর্স। ২৮ জুলাই এমনটা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)।
1/5UGC-র ফ্রি কোর্সের তালিকায় রয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, সাইবার নিরাপত্তা এবং চাইল্ডহুড কেয়ারের মতো বিষয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে অংশুমান পয়রেকার/হিন্দুস্তান টাইমস) (HT)
2/5পোর্টালটির লক্ষ্য হল সমাজে ডিজিটাল বিভাজন দূর করা। দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চশিক্ষাকে পৌঁছে দিতে চায় UGC। ফাইল ছবি: ফেসবুক (HT)
3/5UGC প্রায় ৭.৫ লক্ষেরও বেশি কমন সার্ভিস সেন্টার (CSC) এবং স্পেশাল পারপাস ভেহিকেল (SPV)-এর সঙ্গে ই-রিসোর্সকে একীভূত করতে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MeitY) সঙ্গে চুক্তি করেছে। ইউজিসি চেষ্টা করছে যাতে আসন্ন শিক্ষাবর্ষ থেকেই এই কোর্সগুলি চালু করা যায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (HT)
4/5'সবার জন্য উচ্চশিক্ষাকে সহজলভ্য করার প্রচেষ্টার অংশ হিসাবে, UGC ইংরাজির পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও ডিজিটাল রিসোর্স পৌঁছে দেওয়ার বিষয়ে ক্রমাগত কাজ করে চলেছে,' জানালেন UGC-র চেয়ারম্যান এম জগদেশ কুমার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (HT)
5/5কোর্সের মধ্যে রয়েছে ২৩,০০০টি স্নাতকোত্তর কোর্স, উদীয়মান অঞ্চলে ১৩৭টি SWAYAM MOOC কোর্স এবং ২৫টি নন-ইঞ্জিনিয়ারিং স্বয়ম কোর্স। ইউজিসি পোর্টালে এগুলি অ্যাক্সেস করার জন্য কোনও চার্জ লাগবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (HT)