বাংলা নিউজ > ছবিঘর > UGC: উচ্চশিক্ষায় ৪ বছরের ইউজি পাঠ্যক্রম কাঠামোয় সম্মতি ইউজিসির, কবে থেকে হচ্ছে লাগু?

UGC: উচ্চশিক্ষায় ৪ বছরের ইউজি পাঠ্যক্রম কাঠামোয় সম্মতি ইউজিসির, কবে থেকে হচ্ছে লাগু?

ওই নির্দিষ্ট শিক্ষাবর্ষে যাঁরা এই পাঠ্যক্রমে ভর্তি হতে চান, তাঁরা তৎকালীন পড়ুয়া হোন বা প্রাক্তন, রয়েছে ওই পাঠ্য়ক্রমে শামিল হওয়ার সুযোগ। পছন্দের বিষয় চার বছরের জন্য স্নাতকস্তরের জন্য বেছে নিতে পারবেন ফাইনাল ইয়ার-এর পড়ুয়ারাও। ফলে যাঁরা তিন বছরের স্নাতকস্তরীয় পাঠ্যক্রম রয়েছেন বর্তমানে, তাঁরাও এই সুযোগ পাবেন।