জন্ম থেকে মৃত্যু। জীবনের সব ক্ষেত্রেই আধার। UIDAI-এর পরিকল্পনা অনুযায়ী ব্যাপারটা কিছুটা এরকমই।
1/5শীঘ্রই নবজাতকদের জন্য অস্থায়ী আধার নম্বর দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। UIDAI-এর এক শীর্ষ আধিকারিক সূত্রে মিলেছে এই খবর। শিশুরা বড় হলে সময় মতো তাদের বায়োমেট্রিক সংগ্রহ করে স্থায়ী আধার দেওয়া হবে। প্রতীকী ছবি: এএনআই (PTI)
2/5প্রথমটি তো গেল জন্মের সঙ্গে আধারের সম্পর্ক। কিন্তু মৃত্যুর সঙ্গে আধারের কীসের সম্পর্ক? (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
3/5আসলে, মৃত নাগরিকদের আধার নম্বর ব্যবহার করে সরকারি সুবিধা নিচ্ছেন অনেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন অভিযোগ মিলেছে। এরপরে সেই বিষয়েও নড়েচড়ে বসেছে আধার কর্তৃপক্ষ। ফাইল ছবি : পিটিআই (PTI)
4/5অপব্যবহার রোধে মৃত্যুর রেজিস্টার রেকর্ড ও সেই ডেটা একত্রিত করার সিস্টেম গড়ে তুলবে UIDAI। কোনও নাগরিকের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাঁর আধার নম্বরটি ব্লক করা হবে। ফাইল ছবি : পিটিআই (PTI)
5/5আধারের অপব্যবহার বন্ধ করার লক্ষে দু'টি পাইলট প্রোগ্রাম চালু করতে চাইছে UIDAI। এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা। ফাইল ছবি : পিটিআই (PTI)