ভুল করে বেশ কিছু গ্রাহকের অ্যাকাউন্টে কোটি কোটি টা...
more
ভুল করে বেশ কিছু গ্রাহকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠিয়ে ফেলল ব্যাঙ্ক।
1/5'INR 10,00,000,00/- has been credited to you account number...' ঘুম থেকে উঠে দেখলেন মোবাইলে এমন মেসেজ এসেছে। কী করবেন? আজ্ঞে হ্যাঁ, এমনই অভাবনীয় কান্ড ঘটল বাস্তবে। ভুল করে বেশ কিছু গ্রাহকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠিয়ে ফেলল ব্যাঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
2/5লন্ডনের একটি বেসরকারি ব্যাঙ্ক স্যানট্যান্ডারের কান্ড। গত ২৫ ডিসেম্বর বড়দিনের উপহার হিসাবে ২,০০০ গ্রাহকের অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠিয়েছিল ব্যাঙ্ক। সেই টাকার অঙ্ক সামান্যই। পুরোটাই বিজ্ঞাপনী প্রচারের জন্য। কিন্তু সেটা করতে গিয়েই গ্যাঁড়াকল। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
3/5ভুল করে ১,৩০০ কোটি টাকা ভাগ করে দিয়ে দেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এটা যে একেবারেই ইচ্ছাকৃত নয়, তা বলাই বাহুল্য। প্রযুক্তিগত ত্রুটিতেই এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
4/5কিন্তু সমস্যা অন্য জায়গায়। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, ত্রুটির কথা জানানোর পরেও টাকা ফেরত দিতে চাইছেন না গ্রাহকদের একাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স ) (Reuters)
5/5তবে ব্রিটেনের আইন অনুযায়ী ভুল করে অ্যাকাউন্টে কোনও টাকা ঢুকলে গ্রাহক তা ফেরত দিতে বাধ্য। অন্যথায় তাঁর ১০ বছরের কারাদণ্ড হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)