UK ভোটের তারিখ নিয়ে জুয়াকাণ্ডে নাম জড়িয়েছে তাঁর পার্টির বহু সদস্যের! ‘আইন ভাঙলে সাজা’র বার্তা ‘ক্ষুব্ধ’ সুনাকের
Updated: 23 Jun 2024, 05:17 PM ISTনির্বাচন ঘোষণার আগে ভোটের তারিখ নিয়ে ইউকেতে চলেছে ... more
নির্বাচন ঘোষণার আগে ভোটের তারিখ নিয়ে ইউকেতে চলেছে জুয়া। সেই জুয়া কাণ্ডে ইউকের গ্যাম্বলিং কমিশন ময়দানে নেমেছে। সানডে টাইমসের খবর অনুযায়ী, পার্টির মুখ্য ডেটা অফিসার নিক ম্যাশন এই তারিখ নিয়ে একাধিক জুয়ায় অংশীদার বলে অভিযোগ।
সামনেই ৪ জুলাই রয়েছে ইউকের সাধারণ নির্বাচন। ভোটের আগে সমীক্ষায় ইতিমধ্যেই ঋষি সুনাকদের কনসারভেটিভ পার্টির থেকে এগিয়ে রয়েছে বিপক্ষের লেবার পার্টি। এবার সেই 'কাটা ঘায়ে নুনের ছিটের' মতো করে এল জুয়া-কাণ্ড! ইউকের ভোটে একের পর এক কনজারভেটিভ পার্টি সদস্যের নাম জড়িয়েছে এবং তাঁদের ঘিরে তদন্তও চলেছে এই জুয়া কাণ্ডে। তারই মাঝে কিছুদিন আগেই শাস্তি নিয়ে কড়া বার্তা দিলেন ঋষি। এদিকে, সদ্য তারপরই রবিবারও কনসারভেটিভ পার্টির আরও এক সদস্যকে ঘিরে তদন্ত চলছে বলে খবর। (Photo by Leon Neal / POOL / AFP)
(AFP) পরবর্তী ফটো গ্যালারি