ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য ব্রিটেনের অভিবাসন নীতিতে বদল নয়- জি২০এর আগে দিল্লিকে শুনিয়ে রাখল লন্ডন
Updated: 07 Sep 2023, 10:11 PM ISTকার্যত দিল্লিকে শুনিয়েই ব্রিটেনের প্রাইমমিনিস্টার ঋষি সুনাকের মুখপাত্র জানিয়েছেন,'খুব স্বচ্ছ্বভাবে বলতে গেলে, এই মুক্ত বাণিজ্য চুক্তি অর্জনের জন্য আমাদের অভিবাসন নীতি পরিবর্তন করার কোন পরিকল্পনা নেই এবং এতে ছাত্র ভিসা অন্তর্ভুক্ত রয়েছে।
সপ্তাহান্তে ভারতের সভাপতিত্বের দিল্লিতে আয়োজিত হতে চলেছে জী২০ শীর্ষ সম্মেলন। তার কয়েকদিন আগেই ব্রিটেনে প্রাইমমিনিস্টার ঋষি সুনাকের মুখে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা। সুনাক শীঘ্রই এই সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন। তবে তার আগে, ব্রিটেনের প্রাইমমিনিস্টারের মুখপাত্র বলেছেন, ভারতের সঙ্গে ব্রিটেনের অবাধ বাণিজ্যকে নিশ্চিত করার জন্য ব্রিটেন তার অভিবাসন নীতিতে বদল করতে পারবে না। Furlong/Pool via REUTERS
(via REUTERS) পরবর্তী ফটো গ্যালারি