বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনীয় মহিলারা নিরাপদ আশ্রয়... more
বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনীয় মহিলারা নিরাপদ আশ্রয় খুঁজছেন। আর নিকটস্থ সবচেয়ে শক্তিশালী দেশ চিন। সেখানে বিত্তবান পুরুষদের বিয়ে করে সেদেশে পালিয়ে যেতে চাইছেন তাঁরা।
1/5ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা করছে রুশ সেনাবাহিনী। তবে পিছু হটতে নারাজ ইউক্রেনের আমজনতা। প্রাণ দিয়ে দেশরক্ষা করার শপথ নিয়েছেন তাঁরা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
2/5কিন্তু যুদ্ধ, সংকটের পরিস্থিতিতেও থমকে নেই ডেটিং। সেদেশের এক অনলাইন ডেটিং সার্ভিস ইউক্রেনীয় মহিলাদের নিয়ে এক চমকপ্রদ দাবি করেছে। ইনসাইডারের এক প্রতিবেদন অনুযায়ী, ডেটিং সাইট মিলিশকা ডট কমের দাবি, ইউক্রেনীয় মহিলাদের একাংশের, চিনা পুরুষদের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ। অনেক ইউক্রেনীয় মহিলাই চিনা পুরুষ বিয়ে করতে চান। সম্প্রতি আরও বেড়েছে সেই প্রবণতা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
3/5মিলিশকা ডট কমের তথ্য অনুযায়ী, ৭৪৮ জন ইউক্রেনীয় মহিলা বর্তমানে চিনা স্বামী খুঁজছেন। অন্যদিকে ৭০ জন চিনা পাত্র নিজেদের জন্য পাত্রী খুঁজছেন। শুধু তাই নয়, ৮ থেকে ৯ জনের জুটিও তৈরি হয়েছে। তাঁরা পরে বিয়ে করেছেন। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
4/5কিন্তু কেন এমনটা হচ্ছে? রিপোর্টে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনীয় মহিলারা নিরাপদ আশ্রয় খুঁজছেন। আর নিকটস্থ সবচেয়ে শক্তিশালী দেশ চিন। সেখানে বিত্তবান পুরুষদের বিয়ে করে সেদেশে পালিয়ে যেতে চাইছেন তাঁরা। এমনিতেও ইউরোপীয় দেশগুলিতে বিভিন্ন দেশে বিয়ে, সম্পর্ক গড়ে তোলা খুবই সাধারণ বিষয়। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/5অন্যদিকে চিনেও বিয়ে করার জন্য পাত্রী পেতে গিয়ে সমস্যায় পড়েন পাত্ররা। চিনের এক সন্তান নীতি এবং লিঙ্গ অনুপাতের সমস্যার কারণে বিবাহযোগ্য মহিলা খুঁজে পাওয়া দায়। সেই কারণে অন্য দেশে পাত্রী খুঁজছেন চিনা পাত্ররা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)