বিশ্বজুড়ে ৬১.৬ কোটিরও বেশি শিক্ষার্থীর এখনও সম্পূর্ণ বা আংশিক স্কুল বন্ধের কারণে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
1/5কোভিড মহামারীতে স্কুল বন্ধ। আর তার ফলে বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার এমনটাই বলল ইউনিসেফ(UNICEF)। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (REUTERS/Francis Mascarenhas)
2/5ইউনিসেফ জানিয়েছে, বিশ্বজুড়ে ৬১.৬ কোটিরও বেশি শিক্ষার্থীর এখনও সম্পূর্ণ বা আংশিক স্কুল বন্ধের কারণে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস) (REUTERS/Francis Mascarenhas)
3/5ইউনিসেফের রিপোর্ট বলছে, স্কুল বন্ধ হওয়ার কারণে ছোট শিশুদের ক্ষতি চরমে। বিশ্বজুড়ে ১০ বছর বয়সিদের ৭০%-ই একটি সাধারণ বাক্যই পড়তে বা বুঝতে পারছে না। নিম্ন এবং মধ্য আয়-বিশিষ্ট দেশগুলিতে এর আগে এই সংখ্যা ৫৩% ছিল। ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Francis Mascarenhas)
4/5শুধু পড়াশোনাই নয়। এই ব্যাঘাতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যও প্রভাবিত। তাছাড়া স্কুল না গিয়ে এতদিন বাড়িতে থাকায় শিশুদের অপব্যবহারের ঝুঁকি বেড়ে গিয়েছে। তাছাড়া আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের 'পুষ্টির একটি নিয়মিত উৎস' বন্ধ হয়ে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (REUTERS/Francis Mascarenhas)
5/5ইউনিসেফের শিক্ষা বিষয়ক প্রধান রবার্ট জেনকিন্স এক বিবৃতিতে বলেছেন, 'শুধু স্কুল পুনরায় চালু করাই যথেষ্ট নয়, এই সময়পর্বে পিছিয়ে পড়া শিক্ষার মান পুনরুদ্ধারের জন্য প্রচন্ড সহায়তা প্রয়োজন।' ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Francis Mascarenhas)