তামিলনাড়ুর দক্ষিণে মনোরম পাহাড়ঘেরা মুদুমালাই জঙ্গলের টাইগার রিজার্ভে এই তথ্যচিত্রের শ্যুটিং হয়েছে। ভ্রমণ বিলাসী যাঁরা মাইসুরু থেকে সড়কপথে তামিলনাড়ুতে প্রবেশ করতে গেলেই পার হতে হবে এই মুদুমালাই জঙ্গল। এই তথ্যচিত্রের গল্প সেজেছে রঘু নামের হাতিটিকে নিয়ে। যাকে দেখভালের দায়িত্বে বোম্মান ও বেইলি রয়েছে।
1/8বিশ্বমঞ্চে যখন দেশকে গর্বের এক সময় উপহার দিয়ে 'এলিফ্যান্ট হুইসপারার্স' জিতে নিচ্ছিল অস্কার, তখন তামিলনাড়ুর জঙ্গলে এই ছবির অন্যতম চরিত্র হাতি রঘু ও আম্মুর দেখভালকারী মাহুত দম্পতি বেলি ও বোম্মান আরও দুই বিপাকে পড়া হাতি শাবককে রক্ষা করতে ছুটেছিলেন। যে ছবি বিশ্ব আঙিনায় বন্দিত হল, সেই ছবির এই দুই মূল চরিত্র বোম্মান ও বেলি এখনও পর্যন্ত দেখেই উঠতে পারেননি ছবিটি। তবে যে কাজে তাঁরা ব্রতী, প্রকৃতির বুকে সেই প্রাণ রক্ষার অপার দায়িত্বের কাজ নিষ্ঠার সঙ্গে করে চলেছেন তাঁরা। (ছবিটি সৌজন্য-'এলিফ্যান্ট হুইসপারার্স'/ নেটফ্লিক্স/ইউটিউব)
2/8ইতিহাস গড়ে ‘এলিফ্যান্ট হুইসপারার্স’ ভারতের প্রথম অস্কারজয়ী তথ্যচিত্রের শিরোপা পেল। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়র্ডসে ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’,' হাউ ডু ইউ মেজার এ ইয়ার', তথ্যচিত্রগুলিকে হারিয়ে এই অস্কার জিতে নিয়েছে ভারতীয় তথ্যচিত্রটি। কেমন ছিল এই তথ্যচিত্র নির্মাণের নানা অজানা দিক?
3/8তামিলনাড়ুর দক্ষিণে মনোরম পাহাড়ঘেরা মুদুমালাই জঙ্গলের টাইগার রিজার্ভে এই তথ্যচিত্রের শ্যুটিং হয়েছে। ভ্রমণ বিলাসী যাঁরা মাইসুরু থেকে সড়কপথে তামিলনাড়ুতে প্রবেশ করতে গেলেই পার হতে হবে এই মুদুমালাই জঙ্গল। এই তথ্যচিত্রের গল্প সেজেছে রঘু নামের হাতি ও তিন মাসের আম্মু নামের হস্তিশাবকের সঙ্গে মাহুত দম্পতির সম্পর্ক নিয়ে। হাতিদের দেখভালের দায়িত্বে ছিলেন বোম্মান ও বেলি রয়েছে। (ছবিটি সৌজন্য-'এলিফ্যান্ট হুইসপারার্স'/ নেটফ্লিক্স/ইউটিউব)
4/8উল্লেখ্য, নিজের দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে, বেলির দায়িত্বে পড়ে আসে একটি ছোট্ট মহিলা হাতির শাবক। এই বেলি ও বোম্মানদের সম্প্রদায় কুত্তুনায়কনরা যুগ যুগ ধরে প্রকৃতিকে রক্ষা করে । বেলি বলছেন, প্রাথমিকভাবে রঘুর দায়িত্ব তিনি নিতে চাননি। এই অজানা ঘটনা নিয়ে তিনি আরও বলছেন, বেলি জানাচ্ছেন, রঘুর পর ছোট্ট হাতির শাবক আম্মু আসার পর থেকে তাদের দায়িত্ব নিতে রাজি হন বেলি। সেই থেকে এক অসামান্য সম্পর্ক তৈরি হয় বোম্মান, বেলি, রঘু, আম্মুদের মধ্যে। (ছবিটি সৌজন্য-'এলিফ্যান্ট হুইসপারার্স'/ নেটফ্লিক্স/ইউটিউব)
5/8‘এলিফ্যান্ট হুইসপারার্স’ যখনই ২০২৩ অস্কার জিতে নিয়েছে, তখন থেকেই তা নিয়ে বেলি আর বোম্মাইয়ের প্রতিক্রিয়া জানার চেষ্টা চলছে। মুদুমালাইয়ের জঙ্গলের বাসিন্দা বেলি বলছেন,'এই কাজটি পুরস্কার জিতেছে। আমি খুশি , গোটা মুদুমালাইয়ের বাসিন্দারা খুশি'।
6/8বোম্মান বলছেন, ‘রঘু আমাদের সঙ্গে এখন আর নেই, এটা খুবই কষ্টের’। এদিকে এলিফ্যান্ট হুইসপারার্স অস্কার জেতার পরই তা নিয়ে শোরগোল পড়ে যায় দেশের ফিল্মজগতে। তবে এসবের মাঝে, বোম্মানের কাছে আজ সবচেয়ে গুরুত্বের বিষয় হল, জঙ্গলে হারিয়ে যাওয়া দুই হাতির শাবককে খুঁজে বের করা। বোম্মান বলছেন, তাড়াতাড়ি যাতে তাদের খুঁজে পাওয়া যায় তার চেষ্টায় রয়েছেন তাঁরা। শাবকগুলিকে তাড়াতাড়ি ফিরে পেলে তারপরই তিনি ফিল্মটি দেখতে বসবেন। উল্লেখ্য, বোম্মান মনে করছেন, যে হাতি শাবক হারিয়েছে, তারা গিয়েছে তাদের মায়ের খোঁজে। (ছবিটি সৌজন্য-'এলিফ্যান্ট হুইসপারার্স'/ নেটফ্লিক্স/ইউটিউব)
7/8ছবিতে দেখানো হয়েছে, ৫৪ বছরের বোম্মান ও তাঁর স্ত্রী দলছুট হাতি রঘুর কীভাবে যত্ন নিয়েছেন। সেই রঘু চলে যেতেই কীভাবে চোখের জল পড়েছে বোম্মানের স্ত্রী বেলির চোখ থেকে। বোম্মান বলছেন,' আমি এখনও পর্যন্ত এই ব্যাপারে (অস্কার) কিছু জানি না। তবে বুঝতে পারছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবাই বলছে, এটা ভারতকে গর্ব এনে দিয়েছে। তাহলে তার মানে কিছু বড় ব্যাপার।' (ছবিটি সৌজন্য-'এলিফ্যান্ট হুইসপারার্স'/ নেটফ্লিক্স/ইউটিউব)
8/8'এলিফ্যান্ট হুইসপারার্স' এর পরতে পরতে হাতির সঙ্গে মানুষের মধ্যে এক ফিশফিশানির কাহিনি তুলে ধরা হয়েছে। যে ফিশফিশানি ঘিরে নানান না বলা আবেগ উঠে আসে। তথ্যচিত্রে দেখানো হয়েছে, বোম্মান ও বেলির কাছে লালিত রঘুকে একটা সময়ের পর আরও অভিজ্ঞ মাহুতের কাছে নিয়ে যায় সংশ্লিষ্ট প্রশাসন। সেই 'স্বজনবিচ্ছেদ' বড় দাগ কেটেছিল এই মাহুত দম্পতির মনে। এই সমস্ত আবেগকে একজোটে বেঁধেছে অস্কারজয়ী 'এলিফ্যান্ট হুইসপারার্স'। (ছবিটি সৌজন্য-'এলিফ্যান্ট হুইসপারার্স'/ নেটফ্লিক্স/ইউটিউব)