Elephant Whisperers:অস্কারজয়ী 'এলিফ্যান্ট হুইসপারার্স' দেখা হয়নি মাহুত দম্পতির, আজ খুব মনে পড়ছে হাতি রঘুকে
Updated: 13 Mar 2023, 03:09 PM ISTতামিলনাড়ুর দক্ষিণে মনোরম পাহাড়ঘেরা মুদুমালাই জঙ্গলের টাইগার রিজার্ভে এই তথ্যচিত্রের শ্যুটিং হয়েছে। ভ্রমণ বিলাসী যাঁরা মাইসুরু থেকে সড়কপথে তামিলনাড়ুতে প্রবেশ করতে গেলেই পার হতে হবে এই মুদুমালাই জঙ্গল। এই তথ্যচিত্রের গল্প সেজেছে রঘু নামের হাতিটিকে নিয়ে। যাকে দেখভালের দায়িত্বে বোম্মান ও বেইলি রয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি