Unlucky Zodiacs from 30th January, 2023: চলতি মাসের শেষ থেকে একাধিক রাশির জাতকদের খারাপ সময় শুরু হবে। ওই সময় থেকে কয়েকটি রাশির জাতকদের অত্যন্ত সতর্কভাবে পা ফেলতে এগিয়ে চলার পরামর্শ দিয়েছেন জ্যোতিষীরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোন কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে, তা দেখে নিন -
1/5আগামী ৩০ জানুয়ারি অস্ত যাবেন শনি। যে গ্রহ আগামী মঙ্গলবার অস্ত যেতে চলেছেন। শনি অস্ত যাওয়ার ফলে কয়েকটি রাশির জাতকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। অর্থহানি হতে পারে ওই রাশির জাতকদের। জীবনে পড়বে কুপ্রভাব। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
2/5বৃষ রাশি- শনি অস্ত যাওয়ার ফলে বৃষ রাশির জাতকদের কিছুটা সতর্ক থাকতে হবে। এই সময় কেরিয়ারের দিক থেকে সতর্ক থাকতে হবে বৃষ রাশির জাতকদের। এই সময় আর্থিক দিক থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। অর্থহানি হলে সেই অর্থ আর ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে না। চাকরির দিক থেকে সমস্যা তৈরি হতে পারে।
3/5কর্কট রাশি- শনির অস্ত যাওয়ার ফলে কর্কট রাশির কিছুটা সতর্ক থাকতে হবে। কেরিয়ারের দিক থেকে কর্কট রাশির জাতকদের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হতে চলেছে। ব্যবসার দিক থেকে সতর্কভাবে পা ফেলতে হবে কর্কট রাশির জাতকদের। আর্থিক দিক থেকে ক্ষতির মুখে পড়তে হতে পারে। নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কর্কট রাশির জাতকরা। এই সময় কাউকে ধার না দেওয়ার পরামর্শ দিয়েছেন।
4/5কন্যা রাশি- শনির কারণে কন্যা রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে লোকসানের মুখে পড়তে হতে চলেছে। যে কোনও আর্থিক বিষয়ে সতর্কভাবে পা ফেলতে হবে কন্যা রাশির জাতকদের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বিবাহিত জীবনে সমস্যা হতে পারে। নয়া কাজ শুরু করতে চাইলে এটা সঠিক সময় নয়।
5/5বৃশ্চিক রাশি- শনি অস্ত যাওয়ার ফলে ধনু রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে লোকসান হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের। অর্থহানির প্রবল আশঙ্কা আছে। মায়ের স্বাস্থ্যের দিকে বাড়তি নজর রাখতে হবে। শনির গোচরের ফলে কেরিয়ারের দিক থেকে তেমন ভালো প্রভাব পড়বে না।