Unlucky Zodiacs till 16th July: কয়েক ঘণ্টা পরই রাশি পরিবর্তন করতে চলেছেন সূর্য। বেলা ১২ টা ৪ মিনিটে মিথুন রাশিতে সূর্যের গোচর হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যের গোচরের ফলে একাধিক রাশির জাতকদের জীবনে সমস্যা বাড়বে। কাদের সমস্যার মুখে পড়তে হবে, তা দেখে নিন -
1/6মেষ রাশি- সূর্যের গোচরের ফলে মেষ রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। বাবা এবং মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। পরিবারের বয়স্কদেরও স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে।
2/6কর্কট রাশি- আগামী এক মাস সমস্যার মুখে পড়তে হবে কর্কট রাশির জাতকদের। নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। সেজন্য খাওয়া-দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কর্কট রাশির জাতকদের।
3/6বৃশ্চিক রাশি- সূর্যের গোচরের ফলে বৃশ্চিক রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে সমস্যার মুখে পড়তে পারেন। বিশেষত যাঁরা একজনের কথা অপরজনের কাছে বলে থাকেন, তাঁদের সমস্যা বাড়বে। কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন। আর্থিক দিক থেকে লোকসান হতে পারে।
4/6ধনু রাশি- যে ধনু রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। বিবাহিত জীবনে সুখে ব্যাঘাত ঘটতে পারে। ঝামেলা হতে পারে জীবনসঙ্গীর সঙ্গে।
5/6মীন রাশি- আগামী এক মাস মীন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। যাঁরা চাকরি করেন, অফিসে সহকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে। মা এবং বাবার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। সম্পত্তি সংক্রান্ত ঝামেলা হতে পারে। নিজের স্বাস্থ্যের দিকেও নজর দিন।
6/6(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।) (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)