Unlucky Zodiacs till 23rd October: সপ্তাহদুয়েক আগেই বক্রি হয়ে গিয়েছেন শনি। কুম্ভ রাশিতে থাকাকালীন বক্রি হয়েছেন। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত বক্রি থাকবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ততদিন ছয়টি রাশির জাতকদের সময় ভালো কাটবে না। বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকবেন তাঁরা। সেই তালিকায় কারা আছেন?
1/7কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের উপর শনি বক্রি চলনের সবথেকে বেশি প্রভাব পড়বে। এই সময় কাজে সাফল্য পাওয়ার জন্য অধিক পরিশ্রম করতে হবে। ধৈর্য ধরে যে কোনও কাজ করতে হবে। ঝামেলায় জড়াবেন না।
2/7সিংহ রাশি- সিংহ রাশি জাতকদের অত্যন্ত আত্মবিশ্বাসী বলে বিবেচনা করা হয়। কিন্তু শনি বক্রি হওয়ার ফলে আত্মবিশ্বাসের অভাব হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/7কন্যা রাশি- শনির বক্রি চলনের প্রভাব কন্যা রাশির জাতকদের উপরে পড়েছে। ব্য়বসা এবং কেরিয়ারের দিক থেকে সতর্ক থাকতে হবে। অর্থ লেনদেনের ক্ষেত্রে সচেতন থাকতে হবে কন্যা রাশির জাতকদের।
4/7বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকদের উপর শনির বক্রি চলনের প্রভাব পড়বে। জীবনের যে কোনও ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
6/7কুম্ভ রাশি- আপাতত কুম্ভ রাশিতেই আছেন শনিদেব। সেই রাশিতেই শনি বক্রি হওয়ার ফলে কুম্ভ রাশির জাতকদের বাড়তি সতর্ক থাকতে হবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে পারেন।
7/7(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।) (ছবিটি প্রতীকী)