বাংলা নিউজ > ছবিঘর > Update of Depression over West Bengal: আর কিছুক্ষণে বদলাবে 'রূপ', ২০ কিমি প্রতি ঘণ্টা বেগে এগোচ্ছে অতি গভীর নিম্নচাপ

Update of Depression over West Bengal: আর কিছুক্ষণে বদলাবে 'রূপ', ২০ কিমি প্রতি ঘণ্টা বেগে এগোচ্ছে অতি গভীর নিম্নচাপ

আরও কিছুটা কলকাতা থেকে দূরে সরে গিয়ে বাঁকুড়ার কাছে পৌঁছল অতি ভারী নিম্নচাপটি। কয়েক ঘণ্টার মধ্যেই এটির শক্তি ক্ষয় হবে। এটি নিম্নচাপে পরিণত হবে। এদিকে দুপুরের পর থেকে পুরুলিয়াতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।