বাংলা নিউজ > ছবিঘর > Update on Aditya L1 distance from Earth: গন্তব্যে পৌঁছতে বাকি আর ১১৭ দিন, এখন পৃথিবী থেকে কতটা দূরে আছে আদিত্য?

Update on Aditya L1 distance from Earth: গন্তব্যে পৌঁছতে বাকি আর ১১৭ দিন, এখন পৃথিবী থেকে কতটা দূরে আছে আদিত্য?

গন্তব্যস্থল পৃথিবী থেকে দেড় লাখ কিলোমিটার। তবে সোজা পথে নয়, ঘুরপথে সেখানে পৌঁছতে চলেছে ইসরোর সৌরযান আদিত্য এল১। গত ২ সেপ্টেম্বর উৎক্ষেপণের পর ইতিমধ্যেই মহাকাশে এক সপ্তাহ পার করেছে এই স্যাটেলাইট। এই আবহে এখন পৃথিবী থেকে কত দূরে আছে এই স্যাটেলাইটটি?