ভারতীয়রা শীঘ্রই সিঙ্গাপোরেও UPI-এর (ইউনাইটেড... more
ভারতীয়রা শীঘ্রই সিঙ্গাপোরেও UPI-এর (ইউনাইটেড পেমেন্টস ইন্টারফেস) মাধ্যমে টাকা লেনদেন করতে সক্ষম হবেন। সিঙ্গাপুরে ভারতীয় হাইকমিশনার পি কুমারন এই তথ্য জানিয়েছেন।
1/6এবার থেকে মোবাইল ফোন নম্বর ব্যবহার করে ভারত থেকে সিঙ্গাপুরে টাকা স্থানান্তর করা যেতে পারে। এদিকে প্রস্তাবিত লিঙ্কেজের (VPA) অধীনে UPI-এর ভার্চুয়াল পেমেন্ট ঠিকানা ব্যবহার করে সিঙ্গাপুর থেকে ভারতে অর্থ স্থানান্তর করা যেতে পারে। (MINT_PRINT)
2/6সিঙ্গাপুরে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বলেন, ‘সিঙ্গাপুর তাদের ‘পেনাও’ (PayNow)-কে UPI-এর সাথে সংযুক্ত করতে চায়। এই প্রকল্পটির কাজ আগামী কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তখন সিঙ্গাপুরে বসে থাকা যে কেউ ভারতে তাদের পরিবারের সদস্যদের টাকা পাঠাতে সক্ষম হবেন।’ (MINT_PRINT)
3/6উল্লেখ্য, পেনাও অনেকটা আমাদের দেশের রুপে-র মতো। পেনাও-এর সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ানভুক্ত দেশগুলি যুক্ত। এই আবহে ভারত শুধুমাত্র সিঙ্গাপুর নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে জুড়ে যাবে। (MINT_PRINT)
4/6এর আগে NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড ইউরোপীয় পেমেন্ট পরিষেবা প্রদানকারী ওয়ার্ল্ডলাইনের সঙ্গে একটি অংশীদারিত্বে প্রবেশ করে৷ এর ফলে লাভবান হবেন ইউরোপে ভ্রমণকারী ভারতীয়রা। কারণ ইউরোপেও শীঘ্রই UPI ব্যবহার করে টাকা লেনদেন করা যাবে। (MINT_PRINT)
5/6শুধু UPI নয়, পরবর্তীতে ইউরোপে রুপে ডেবিট এবং ক্রেডিট কার্ডও ব্যবহার করতে পারবেন ভারতীয়রা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আমেরিকার এক অনুষ্ঠানে জানান, রুপেকে বিভিন্ন দেশে গ্রহণযোগ্য করার জন্য আলোচনা শুরু করেছে ভারতীয় অর্থমন্ত্রক। (MINT_PRINT)
6/6প্রসঙ্গত, ভারতে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে UPI পরিষেবা। শপিং মল থেকে ছোট মুদি দোকান, সব জায়গাতেই এখন UPI-তে টাকা লেনদেন করা যায় ভারতে। ২০২১ সালে, UPI লেনদেনের পরিমাণ ছিল ৩৮.৭৪ বিলিয়ন টাকা। মার্কিন ডলারের নিরিখে যার মূল্য ছিল ৯৫৪.৫৮ বিলিয়ন। (MINT_PRINT)