প্রায় আট বছর ধরে ঝুলে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ। এই আবহে সম্প্রতি নবান্নে এই নিয়োগ নিয়ে একটি জরুরি বৈঠক হয়।
1/7অনিয়মের অভিযোগ, মামলা... এই সব কারণে দীর্ঘদিন ধরে থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এরই মাঝে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
2/7বারবার মামলা, একাধিক অভিযোগ। এই সবের মাঝে আটকে যাচ্ছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। তবে এবার কমিশনকে আদালতের জটিলতা কাটিয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)
3/7উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছিল কমিশনের কাছে। অভিযোগের নিষ্পত্তির জন্য ৩ মাস সময় বরাদ্দ করেছিল হাইকোর্ট। তবে কমিশনের আবেদনে ফের বৃদ্ধি করা হয় মেয়াদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
4/7গত জুলাই মাস থেকে অভিযোগ নিষ্পত্তির শুনানি চলছে কমিশনে। এই আবহে কতজন চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়েছে, কতজন চাকরিপ্রার্থীর অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে, তা আগামী সপ্তাহে আদালতে জানাবে কমিশন। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
5/7জানা গিয়েছে, একাধিক চাকরীপ্রার্থীর ইন্টারভিউ নতুন করে নিতে হবে কমিশনকে। তথ্য যাচাইয়ের পর এই সিদ্ধান্ত নিয়েছে এসএসসি কর্তৃপক্ষ। ফাইল ছবি : পিটিআই
6/7আগামী সপ্তাহে মামলার শুনানি চলাকালীন আদালতকে বিশদ তথ্য প্রদান করার পর আদালত যে নির্দেশ দেবে, সেই অনুযায়ী এগোতে চাইছে কমিশন। ফাইল ছবি : পিটিআই
7/7১৪ হাজারের বেশি শূন্যপদ রয়েছে উচ্চ প্রাথমিকে। এই পরিস্থিতিতে শ স্কুল সার্ভিস কমিশনকে দ্রুত সমস্যা সমাধান করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ দেয় রাজ্য স্কুল শিক্ষা দফতর। এরপরই আদালতে বিশদ তথ্য জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)