বেরিয়ে আছে স্তনযুগল, কাটা-ফাটা পোশাক পরে ফের রাস্তায় হাঁটলেন বিগ বস ওটিটি খ্যাত উরফি জাভেদ। অভিনেত্রীর বোল্ড আর সেক্সি লুক দেখে নানা মুনির নানা মত!
1/6উরফি জাভেদে ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে চর্চার শেষ নেই। নিজের পোশাক নিজেই ডিজাইন করেন উরফি, আর তাঁর কাটা-ফাটা পোশাক দেখে সবসময় ভিরমি খায় আম জনতা। ফের একবার টুকরো কাপড় দিয়ে পোশাক বানিয়ে ভাইরাল উরফি। (ছবি-বারিন্দর চাওলা)
2/6এদিন ফের মুম্বইয়ের রাস্তায় উন্মুক্ত শরীরে ধরা দিলেন উরফি জাভেদ। এদিন থাই-স্লিট সাদা গাউনে ধরা দিলেন উরফি। সেই গাউনের উপরের অংশ টুকরো টুকরো কাপড় দিয়ে তৈরি। যার ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছে স্তনের অর্ধেকাংশ। থাই পর্যন্ত কাটা সেই গাউনের ফাঁক দিয়ে সুস্পষ্ট উরফির উরুর খাঁজ। (ছবি-বারিন্দর চাওলা)
3/6বিগ বস ওটিটির সুবাদে বদলে গিয়েছে উরফির ভাগ্যের চাকা। শুধুমাত্র কয়েক দিনের জন্য শোতে ছিলেন তিনি। সেখান থেকেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান। তখন থেকেই হয়ে উঠেছেন ইন্টারনেট সেনসেশন। উরফির অদ্ভূত পোশাক হামেশাই নজর কাড়ে।
4/6উরফির পোশাক দেখে তাঁকে ট্রোল করার কোনও সুযোগই ছাড়েনি নেটিজেনরা। ‘নির্লজ্জ’,'বেহায়া', ‘তারকাটা’ নানান আখ্যায় দেওয়া হচ্ছে উরফিকে। যদিও ট্রোলারদের পাত্তা দিতে না-রাজ উরফি। (ছবি-বারিন্দর চাওলা)
5/6দিল্লির এই মেয়ে নিজের সাহসী অ্যাপিয়ারেন্সের জন্য সোশ্যাল মিডিয়া স্টারের তকমা পেয়েছেন। ইনস্টাগ্রামে হু হু করে বাড়ছে তাঁর ফলোয়ার সংখ্যা, আর রাতারাতি বেড়ে যাচ্ছে উরফির দর।
6/6উরফির এই অদ্ভূত ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে আপনার কী মত?