উরফি জাভেদের লুক দেখে কেউ কেউ তো তাঁকে মেট গালায় য... more
উরফি জাভেদের লুক দেখে কেউ কেউ তো তাঁকে মেট গালায় যাওয়ার পরামর্শও দিয়ে ফেলেছেন!
1/5সোশ্যাল মিডিয়ায় রোজই নতুন অবতারে হাজির হন উরফি জাভেদ। আর পোশাক দিয়ে সকলকে চমকেও দেন। এবার যেমন নীল অন্তর্বাসে রিল ভিডিয়ো বানালেন উরফি জাভেদ। উপর দিয়ে আবার রং-বেরঙের দড়ি।
2/5রিল ভিডিয়োয় নানা ধরনের মুখভঙ্গি করেছে উরফি। আর তা দেখেই ট্রোলাররা লেগে পড়েছে কটাক্ষ করতেই। কেউ লিখেছেন, এই মেয়েটা এমন মুখ করে ফোটো তোলে কেন কে যানে! যদিও কেউ কেউ মনে করছেন, উরফি হলিউডের লেভেলের ডিজাইন করতে পারে, একটু ট্রেনিং পেলেই। একজন আবার লিখলেন, ‘এ মেয়ে মেটগালা গিয়েই ছাড়বে দেখছি’।
3/5তবে এদিন ট্রোলিং হল উরফির ঠোঁটখানা নিয়ে। একজন লিখলেন, ‘ঠোঁটে সার্জারি করাল না কি’! আর তাতে অপর ব্যক্তির জবাব, ‘ও গরীব তারকা। আমি নিশ্চিত ওটা পিঁপড়ের কামড়ের ফল’।
4/5দিনকয়েক আগেই নিজের নাম বদলে ফেলে সকলকে চমকে দিয়েছেন বিগ বস ওটিটি-র এই প্রাক্তন প্রতিযোগী। নিজের নামের সঙ্গে একটা অতিরিক্ত ‘O’ যোগ করেছেন। URFI-র জায়গায় এবার থেকে তাঁর নাম হল UORFI। অর্থাৎ উচ্চারণ একই থাকছে।
5/5সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন এক অ্যাস্ট্রোলজার তাঁকে বলেছে, এতে তিনি বেশি কাজ পাবেন। উলটো দিকে থাকা ফোটোগ্রাফার যখন তাঁকে বলে, ‘আপনি তো সবসময়ই ভাইরাল’, তখন উত্তর আসে, ‘ভাইরাল হলে তো আর টাকা আসে না’!