USA on Nijjar Murder Row: 'ভারত নিজেরাই...', নিজ্জরকাণ্ডে কানাডার অভিযোগ নিয়ে গুগলি আমেরিকার
Updated: 29 Sep 2023, 03:05 PM ISTগতকালই মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে সাক্ষাৎ করেন এস জয়শংকর। এই আবহে আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্রকে নিজ্জর হত্যা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আর সেই প্রশ্নের জবাবে ওয়াশিংটনের আধিকারিক সাংবাদিককে পালটা গুগলি দেন।
পরবর্তী ফটো গ্যালারি