UP Exit Poll Results: মোদী-যোগীর ‘ডবল ইঞ্জিনেই’ আস্থা উত্তরপ্রদেশের, 'খেলা' হল সপার, আভাস সমীক্ষায়
Updated: 07 Mar 2022, 08:51 PM IST Ayan Das 07 Mar 2022 Uttar Pradesh Election 2022 Exit Poll, Election 2022 Exit Poll Results Live Updates, BJP, SP, RLD, Uttar Pradesh Election 2022 Opinion Poll, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন, উত্তরপ্রদেশের বুথফেরত সমীক্ষা, বিজেপি, সমাজবাদী পার্টিআসন সংখ্যা কমতে চলেছে। তবে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের ‘ডবল ইঞ্জিন’ সরকারেই আস্থা রাখছেন উত্তরপ্রদেশের মানুষ। বুথফেরত সমীক্ষায় এমনই আভাস মিলল। তবে একটি সমীক্ষা অনুযায়ী, এবারও ‘ট্রিপল সেঞ্চুরি’ হাঁকাতে পারে বিজেপি। যে রাজ্যে মোট বিধানসভা আসনের সংখ্যা ৪০৩। ম্যাজিক ফিগার ২০২। অন্যদিকে, পুরনো আইন-শৃঙ্খলা কাঁটা গলায় বিঁধতে চলেছে সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় লোক দলের জোটের। কোন দল কতগুলি আসন পেতে পারে বলে আভাস দেওয়া হচ্ছে, তা দেখে নিন একনজরে - (পঞ্জাবের বুথফেরত সমীক্ষা, উত্তরাখণ্ডের বুথফেরত সমীক্ষা, গোয়ার বুথফেরত সমীক্ষা, মণিপুরের বুথফেরত সমীক্ষা)
পরবর্তী ফটো গ্যালারি