আসন সংখ্যা কমতে চলেছে। তবে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের ‘ডবল ইঞ্জিন’ সরকারেই আস্থা রাখছেন উত্তরপ্রদেশের মানুষ। বুথফেরত সমীক্ষায় এমনই আভাস মিলল। তবে একটি সমীক্ষা অনুযায়ী, এবারও ‘ট্রিপল সেঞ্চুরি’ হাঁকাতে পারে বিজেপি। যে রাজ্যে মোট বিধানসভা আসনের সংখ্যা ৪০৩। ম্যাজিক ফিগার ২০২। অন্যদিকে, পুরনো আইন-শৃঙ্খলা কাঁটা গলায় বিঁধতে চলেছে সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় লোক দলের জোটের। কোন দল কতগুলি আসন পেতে পারে বলে আভাস দেওয়া হচ্ছে, তা দেখে নিন একনজরে - (পঞ্জাবের বুথফেরত সমীক্ষা, উত্তরাখণ্ডের বুথফেরত সমীক্ষা, গোয়ার বুথফেরত সমীক্ষা, মণিপুরের বুথফেরত সমীক্ষা)
2/13রিপাবলিক-পি মার্ক সমীক্ষা: বিজেপি ২৪০ টি আসন পেতে পারে। সমাজবাদী পার্টি জোটের দখলে যেতে পারে ১৪০ টি আসন। বিএসপির দখলে যেতে পারে ১৭ টি আসন। কংগ্রেস পেতে পারে চারটি আসন। দুটি আসন পেতে পারে অন্যান্যরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/13পোলস্ট্র্যাট সমীক্ষা: ২১১-২২৫ টি আসনে জিততে পারে বিজেপি। সমাজবাদী পার্টি জোট জিততে পারে ১৪৬-১৬০ টি আসনে। বিএসপির দখলে যেতে পারে ১৪-২৪ টি আসন। কংগ্রেস পেতে পারে মাত্র চারটি থেকে ছ'টি আসন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/13ইন্ডিয়া টু'ডে+অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: উত্তরপ্রদেশে ২৮৮-৩২৬ টি আসন পেতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি এবং আরএলডির জোটের দখলে যেতে পারে ৭১-১০১ টি আসন। বিএসপি জিততে পারে তিনটি থেকে ন'টি আসন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/13ইন্ডিয়া টু'ডে+অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: উত্তরপ্রদেশের দোয়াব অঞ্চলে ৩৪ টি আসন পেতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি এবং আরএলডির জোটের দখলে যেতে পারে ন'টি আসন। বিএসপি একটি আসন পেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/13ইন্ডিয়া টু'ডে+অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: ব্রজ অঞ্চলে ৩৪ টি আসন পেতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি এবং আরএলডির জোটের দখলে যেতে পারে ছ'টি আসন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
7/13ইন্ডিয়া টু'ডে+অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: রোহিলখণ্ড অঞ্চলে ৩০ টি আসন পেতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি এবং আরএলডির জোটের দখলে যেতে পারে ২১ টি আসন। বিএসপি একটি আসনে জিততে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
8/13ইন্ডিয়া টু'ডে+অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: পূর্বাঞ্চলে অঞ্চলে ৯৬ টি আসন পেতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি এবং আরএলডির জোটের দখলে যেতে পারে ৩৬ টি আসন। বিএসপি তিনটি আসনে জিততে পারে। কংগ্রেস এবং অন্যান্য দুটি করে আসন দখল করতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
9/13ইন্ডিয়া টু'ডে+অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: আওয়াধ অঞ্চলে ৯৪ টি আসন পেতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি এবং আরএলডির জোটের দখলে যেতে পারে ১৪ টি আসন। বিএসপি একটি আসনে জিততে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
10/13ইন্ডিয়া টু'ডে+অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: আওয়াধ অঞ্চলে ৯৪ টি আসন পেতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি এবং আরএলডির জোটের দখলে যেতে পারে ১৪ টি আসন। বিএসপি একটি আসনে জিততে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
11/13মহিলা ভোটারদের মধ্যে বিজেপির ব্যাপক জনপ্রিয়তা ধরা পড়েছে। ইন্ডিয়া টু'ডে+অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ৪৮ শতাংশ মহিলা ভোট পেতে পারে বিজেপি। ৩২ শতাংশ পেতে পারে সপা জোট। পুরুষদের ক্ষেত্রে যে পার্থক্য মেরেকেট চার শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
12/13আসন সংখ্যা কমতে চলেছে। তবে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের ‘ডবল ইঞ্জিন’ সরকারেই আস্থা রাখছেন উত্তরপ্রদেশের মানুষ। বুথফেরত সমীক্ষায় এমনই আভাস মিলল। তবে একটি সমীক্ষা অনুযায়ী, এবারও ‘ট্রিপল সেঞ্চুরি’ হাঁকাতে পারে বিজেপি। যে রাজ্যে মোট বিধানসভা আসনের সংখ্যা ৪০৩। ম্যাজিক ফিগার ২০২। অন্যদিকে, পুরনো আইন-শৃঙ্খলা কাঁটা গলায় বিঁধতে চলেছে সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় লোক দলের জোটের। (তবে বুথফেরত সমীক্ষা যে মিলে যাবে, এমন কোনও বিষয় নেই। অনেক সময়েই তা মেলে না।) (ছবি সৌজন্যে পিটিআই)
13/13ইন্ডিয়া টু'ডে+অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: যাঁরা সমীক্ষায় অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে ৫৫ শতাংশ মানুষ যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন অখিলেশ যাদব (৩৫ শতাংশ)। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)