রিপোর্ট অনুসারে, মহিলার অভিযোগ ছিল সলমন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন।
1/6স্বামীর বিরুদ্ধে বিয়ের ধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এক মহিলা এমন দাবিতেই এফআইআর নথিভুক্ত করেছিলেন। মামলার বিচারের পর শেষেমেশ সেই মহিলার অভিযোগ মিথ্যা বলে রায় দিল আদালত। মিথ্যা মামলার শাস্তিস্বরূপ মহিলাকে ১০ হাজার টাকা জরিমান করল এলাহাবাদ হাইকোর্ট। ফাইল ছবি: টুইটার (HT_PRINT)
2/6মামলার শুনানিতে বিচারপতি অঞ্জনি কুমার মিশ্র এবং বিচারপতি দীপক বর্মা আদালতের বেঞ্চ বলে, বিচারব্যবস্থা, আদালত, তদন্তকারী সংস্থার মূল্যবান সময় নষ্ট করা হয়েছে। মিথ্যা মামলা করে আদালতের সময়ের অপব্যবহার করা যাবে না। এর কারণে প্রকৃত মামলাগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। (ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)
3/6প্রয়াগরাজের ওই মহিলা তাঁর স্বামী মোহাম্মদ সলমনের বিরুদ্ধে মিথ্যা এফআইআর দায়ের করেছিলেন। তিনি অভিযোগ করেন, বিয়ের আগে তাঁর স্বামী সলমন তাঁকে ধর্ষণ করেছিলেন। সেই মামলাকে আদালতে চ্যালেঞ্জ করেন সলমন।(ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)
4/6রিপোর্ট অনুসারে, মহিলার অভিযোগ ছিল সলমন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। (ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)
5/6পরে বিষয়টি সমঝোতা হয়। ওই দম্পতি বিয়ে করেন। তারপর ওই নারী তদন্তকারী পুলিশকর্মীদের কাছে গিয়ে একটি আবেদন করেন। সেখানে তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেন, কিছু ব্যক্তি তাঁদের মধ্যে বিভেদ তৈরি করছেন। সেই প্রভাবেই তিনি এফআইআর দায়ের করেছিলেন। তিনি এখন এফআইআর বাতিল করতে চান। ফাইল ছবি; টুইটার (HT_PRINT)
6/6সলমনের দায়ের করা রিট আবেদনটি বিবেচনা করে এবং মামলার তদন্তের ভিত্তিতে, আদালত মিথ্যা ধর্ষণের অভিযোগের এফআইআর বাতিল করে। মহিলাকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদালত। (ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)