Uttarakhand Assembly Election Result: খুব সহজেই উত্তরাখণ্ডে নিজেদের জয় নিশ্চিত করেছে বিজেপি। তবে এই রাজ্যে বিজেপির মুখ্যমমন্ত্রী পুষ্কর সিং ধামি হেরেছেন ৬০০০-এরও বেশি ভোটে। এদিকে কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ সিং রাওয়াতও হেরেছেন নিজের কেন্দ্র থেকে।
1/5খাতিমা আসন থেকে কংগ্রেসের ভুবন চন্দ্র কাপরির কাছে হেরে যান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। (এএনআই) (ANI)
2/5উত্তরাখণ্ডের লালকুয়া আসনে বিজেপি মোহন সিং বিস্তের কাছে হেরে যান কংগ্রেসের নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। (এএনআই) (ANI)
3/5বাবা হরিশ রাওয়ত হারলেও হরিদ্বার গ্রামীণ কেন্দ্র থেকে জয় নিশ্চিত করলেন কংগ্রেস প্রার্থী অনুপমা রাওয়াত। (ছবি এএনআই/টুইটার) (ANI)
4/5উত্তরাখণ্ডে বিজেপির রাজ্য সভাপতি মদন কৌশিক হরিদ্বার কেন্দ্র থেকে জয় নিশ্চি করেন। (ANI)
5/5ক্যাবিনেট মন্ত্রী সাতপাল মহারাজ পাউড়ির চৌবাত্তাখাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জেতেন ৫৭ শতাংশেরও বেশি ভোট পেয়ে। (এএনআই) (ANI)