1/4রাজশ্রী প্রোডাকশনের ৭৫ বছর পূর্তি, একই সঙ্গে নতুন সিনেমা ‘উঁচাই’-এর প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের একগুচ্ছ তারকা। অক্ষয় কুমার, জয়া বচ্চন, দিব্যা দত্ত, শক্তি কাপুর, বোমান ইরানি, রাকেশ রোশন, জয়া বচ্চন, মহিমা চৌধুপী, কাজল সহ বলিউডের একগুচ্ছ তারকা অনুষ্ঠানে হাজির ছিলেন। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
2/4মাল্টিস্টার কাস্ট ছবি ‘উঁচাই’। সাত বছর পর পরিচালকের আসনে ফিরলেন পরিচালক সূরজ বরজাতিয়া। ফের এবার পারিবারিক গল্প নিয়ে হাজির তিনি। এইবার চার অভিন্ন হৃদয় প্রৌঢ়ের বন্ধুত্বের গল্প বলবেন সূরজ। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, বোমান ইরানি, অনুপম খের, নীনা গুপ্তারা।
3/4প্রিমিয়ারে অভিষেক বচ্চন, জয়া বচ্চন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, কাজল, রানি মুখোপাধ্যায়, বরুণ শর্মা, মাধুরী দীক্ষিত, পরিণীতি, সোনি রাজদান, সিদ্ধান্ত চতুর্বেদী, মহিমা চৌধুরী, সতীশ কৌশিক, ফারদিন খান, শাহনাজ গিল, ভাৎসল শেঠ, কঙ্গনা রানাওয়াত, বিবেক অগ্নিহোত্রী, পল্লবী জোশী, অহনা কুম্বরা, দিব্যা দত্ত এবং রিতেশ দেশমুখের মতো শিল্পীরা উপস্থিত ছিলেন।
4/4মূলত ‘বন্ধুত্ব, সাহসিকতা এবং জীবনের উদযাপন’-এই তিনটি বিষয়ই উঠে আসবে পরিচালক সূরজ বরজাতিয়ার এই ছবিতে। প্রযোজনা সংস্থা রাজশ্রীর ব্যানারে তৈরি ৬০তম ছবি এটি। আগামী ১১ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘উঁচাই’।