Vaccine Dose Gap: সরকারি নির্দেশে এখন সব প্রাপ্তবয়স্কই করোনা টিকার তৃতীয় ডোজ নেওয়ার যোগ্য। এই আবহে দ্বিতীয় ও তৃতীয় ডোজের মধ্যে ব্যবধান কমিয়ে ছয় মাস করা হতে পারে বলে মনে করা হচ্ছিল। এই সংক্রান্ত বেশ কিছু রিপোর্ট প্রকাশ হয়েছিল সংবাদমাধ্যমে। এই আভহে দ্বিতীয় ও তৃতীয় ডোজের ব্যবধান প্রসঙ্গে সরকারের মনোভাব প্রকাশ্যে এল।
1/4জানা গিয়েছে, সম্ভাবনা তৈরি হলেও এখনই দ্বিতীয় ও তৃতীয় ডোজের মধ্যে ব্যবধান কমিয়ে ছয় মাস করা হচ্ছে না। এই বিষয়ে কেন্দ্রীয় প্যানেলের মতানৈক্য তৈরি হয়েছে। এই আবহে সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত নিতে চায় কেন্দ্র। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/4গতকাল ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI) বৈঠকে বসে টিকার ব্যবধান নিয়ে আলোচনা করতে। বৈঠকে টিকার ব্যবধান কমানো নিয়ে মতানৈক্য দেখা দেয়। সর্বসম্মতিক্রমেই টিকা ব্যবধান কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে কেন্দ্র।(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
3/4নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক এই প্রসঙ্গে বলেছেন, ‘বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ঐকমত্যে পৌঁছাতে হবে। ব্যবধান কমানো বা এক রাখা, দুই পক্ষেই সওয়াল উঠেছে। তবে অনেকেই এখনও মনে করছেন যে এই মুহূর্তে দুই ডোজের মধ্যে যে ব্যবধান আছে, তা ঠিকই আছে। আগামী বৈঠকে এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে হবে।’ (ফাইল ছবি, সৌজন্য পিটিআই) (PTI)
4/4আগাবর্তমানে দ্বিতীয় কোভিড ডোজ এবং বুস্টার ডোজের মধ্যে ব্যবধান ৯ মাস। তবে বিগত বেশ কয়েকদিন ধরেই সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা এই ব্যবধান কমিয়ে ছয় মাস করার পক্ষে সওয়াল করে আসছেন। (ছবিটি প্রতীকী) (PTI)