মনে করা হয় বৃহস্পতি হলেন ধন, বৈভব, সন্তান, সুখের অ... more
মনে করা হয় বৃহস্পতি হলেন ধন, বৈভব, সন্তান, সুখের অধিপতি। তাঁকে বিদ্যা ও আদির কারক মনে করা হয়। বৃহস্পতি যদি কারোর ভাগ্যে তুঙ্গে থাকে, তাহলে তাঁকে ধরে রাখা কঠিন। জানুন গুরুগোচর কোন কোন রাশির পক্ষে ভাল।
1/11গ্রহ নক্ষত্রের গতিবিধির দিক থেকে জুলাই মাস বেশ গুরুত্বপূর্ণ। জুলাই মাসে দেবগুরু বৃহস্পতি বক্রী চালে হাঁটবেন। ফলে তার প্রভাব ১২ টি রাশিতে পড়তে বাধ্য। ২৯ জুলাই গুরুগ্রহ বৃহস্পতি বক্রী হবেন।(ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
2/11২৯ জুলাই থেকেই একাধিক রাশি সুখবর পেতে শুরু করবে। ফলে আর এক মাসের অপেক্ষা। তারপরই বহু রাশির জাতক জাতিকার জন্য আসছে ভাল খবর। ২৪ নভেম্বর গুরু গ্রহ বৃহস্পতি উল্টো চাল চলতে শুরু করবেন।
3/11মনে করা হয় বৃহস্পতি হলেন ধন, বৈভব, সন্তান, সুখের অধিপতি। তাঁকে বিদ্যা ও আদির কারক মনে করা হয়। বৃহস্পতি যদি কারোর ভাগ্যে তুঙ্গে থাকে, তাহলে তাঁকে ধরে রাখা কঠিন। জানুন গুরুগোচর কোন কোন রাশির পক্ষে ভাল।
4/11বৃষ- দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে একাদশ স্থানে রয়েছেন। এতে বলা হয় আয়ভাব। গুরুগ্রহের চলার পথে আপনার জীবনে একমাস পর থেকে আসতে পারে প্রভূত সুখ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/11বৃষ রাশিতে প্রভাব বৃহস্পতির বক্রী রূপের- বৃহস্পতির গোচরে বৃষ রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন। বাড়বে আয়। ব্যবসায়ীরা ধনলাভ করতে চলেছেন। আয় বেড়ে যাওয়ার যোগ তৈরি হবে। কার্যশৈলী আরও সুন্দর হবে।
6/11মিথুন-মিথুন রাশির জাতক জাতিকাদের উপর দেবগুরু বৃহস্পতির কৃপায় আরও খুশি বাড়বে। এই সময়ে আপনার চাকরিতে বদল হবে। এছাড়াও জীবনে পড়বে আরও প্রভাব। (ছবিটি প্রতীকী, সৌজন্যে গেটি ইমেজস)
7/11মিথুন রাশিতে প্রভাব বৃহস্পতির বক্রী রূপের-আপনার জীবনে খুশি নিয়ে আসবে মিথুন রাশি। এই সময় আপনার চাকরিতে বদল হতে পারে। নতুন ব্যবসায়িক সম্পর্কের লাভ পাবেন এই সময়। গুরুগ্রহেরল উল্টো চালে জীবন হবে সমাদ্রিত।
8/11কর্কট- কর্কট রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতি বক্রী হবেন। এই সময় সৌভাগ্যের অধিকারী হবেন আপনারা। সুখ ও সমৃদ্ধিতে বৃদ্ধি হতে পারে। রয়েছে আরও সুফল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
9/11কর্কট রাশিতে প্রভাব বৃহস্পতির বক্রী রূপের- এই সময় সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। চাকরির নতুন নতুন প্রস্তাব পাবেন আপনারা। ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ পাওয়া যাবে। বাবার সহযোগিতা পাবেন।
10/11কুম্ভ- কুম্ভ রাশিতেও বৃহস্পতির বক্রী রূপের প্রভাব মিলবে। এই সময় ব্যবসায়ীদের মুনাফা হবে। এছাড়াও বৃহস্পতির বক্রীরূপের প্রভাবে আসন্ন রয়েছে আরও বেশ কয়েকটি সুখবর।
11/11কুম্ভ রাশিতে প্রভাব বৃহস্পতির বক্রী রূপের- এই সময়কালে ব্যবসায়ীদের মুনাফা হতে পারে। বৈবাহিক জীবনে আসতে পারে বহু সুখ স্বাচ্ছ্বন্দ্য। জীবনসাথীর সহযোগিতা পাবেন সর্বক্ষেত্রে। যআঁরা অবিবাহিত তাঁদের রয়েছে বিয়ের যোগ।(ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)