বাংলা নিউজ >
ছবিঘর >
Unlucky Zodiac Signs in June 2022: জুনে চাকরি থেকে ব্যবসায় সংকট আসতে পারে! সতর্ক হতে হবে কোন রাশির জাতক জাতিকাদের?
Unlucky Zodiac Signs in June 2022: জুনে চাকরি থেকে ব্যবসায় সংকট আসতে পারে! সতর্ক হতে হবে কোন রাশির জাতক জাতিকাদের?
Updated: 09 Jun 2022, 03:01 PM IST
লেখক Sritama Mitra
৫ জুন থেকে একাধিক রাশিতে পড়তে চলেছে বক্রী শনির প্রভাব। বর্তমানে শনি কুম্ভ রাশিতে সঞ্চার করছে। শনির ঢাইয়ার চাল বিভিন্ন রাশির জীবনে সেভাবে ভাল প্রভাব ফেলছে না। একনজরে দেখে নেওয়া যাক, শনির প্রভাব এই রাশিগুলির ওপর কীভাবে পড়তে পারে দেখে নেওয়া যাক।
1/9সমস্ত কাজে শনিদেবকেই জ্যোতিষমতে ন্যায়ের অধীশ বলে মনে করা হয়। শাস্ত্র মতে মনে করা হয়, শনি মূলত কর্মফল দিয়ে থাকেন। গত ৫ জুন থেকে রাশি পরিবর্তন শুরু করেছে শনি। এরফলে তিন রাশিতে শনির সাড়েসাতি আর দুটি রাশিতে শনির ঢাইয়ার প্রভাব পড়তে চলেছে।ফাইল ছবি : রয়টার্স
2/9৫ জুন থেকে একাধিক রাশিতে পড়তে চলেছে বক্রী শনির প্রভাব। বর্তমানে শনি কুম্ভ রাশিতে সঞ্চার করছে। শনির ঢাইয়ার চাল বিভিন্ন রাশির জীবনে সেভাবে ভাল প্রভাব ফেলছে না। একনজরে দেখে নেওয়া যাক, শনির প্রভাব এই রাশিগুলির ওপর কীভাবে পড়তে পারে দেখে নেওয়া যাক।(ছবিটি প্রতীকী)
3/9মকর-মকর রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতির প্রভাব বিশেষভাবে পড়তে চলেছে। শনির বক্রী থাকার সময় আপনাকে সাবধান থাকতে হবে। পরিশ্রমের ওপর ভরসা রাখতে হবে। শনিবারের দিন হনুমান চালিসার পাঠ করা উপযুক্ত।ছবিটি প্রতীকী
4/9কুম্ভ-শনিদেব আপনার রাশিতে বিরাজমান রয়েছেন। আপনাদের রাশিতে বক্রী চাল চালছেন শনিদেব। ফলে শনিদেবের সবচেয়ে বেশি প্রভাব আপনাদের ওপর পড়বে। কোনও আর্থিক সম্পর্কিত বিষয়ে ধৈর্যের সঙ্গে কাজ করুন। শনিবার করে কোনও গরিব দুঃখিকে কিছু খেতে দিন।
5/9মীন-মীন রাশির উপর সাড়েসাতির প্রভাব বিরাজমান হবে। এতে বক্রী শনি আপনার কেরিয়ারে খারাপ প্রভাব ফেলতে শুরু করবে। জলের মতো বেরিয়ে যাবে টাকা। খরচা হবে বহু। মানসিক চিন্তা বাড়বে। জীবনসঙ্গীকে ভাল রাখতে চেষ্টা করুন। শনিবার দিন পাঠ করুন শনি চালিসা।ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
6/9কর্কট- কর্কট রাশির উপরহ শনির ঢাইয়া চলছে। এই সময় জাতক জাতিকাদের কষ্টের সম্মুখীন হতে হবে। শনির বক্রী গতির কারণে ধন সম্পত্তি ও স্বাস্থ্য বিষয়ক ক্ষেত্রে সাবধানতা মেনে চলতে হবে। শনিবারের দিন শনি সম্পর্কিত জিনিস দান করুন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
7/9সিংহ রাশি- ব্যবসায় উন্নতি হবে। তার ফলে ভবিষ্যতে লাভবান হবেন। বুধের রাশি পরিবর্তনের ফলে কেরিয়ারে সাফল্য লাভ করবেন। নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন। বদলি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
8/9মেষ রাশি- সূর্য আপনার রাশির দ্বিতীয় স্থানে অবস্থান করবেন। আর্থিক দিক থেকে সূর্যের গোচর মেষ রাশির জাতকদের জন্য লাভজনক হবে। তবে এই সময় পরিবারিক সমস্যা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। নয়া সম্পত্তি গড়ে তোলার ক্ষেত্রে সফল হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
9/9বৃশ্চিক-শনি বক্রী অবস্থাতে প্রভাব ফেলতে পারে আপনার ওপর। আপনি রাগ থেকে অহংকারের শিকার হবেন। যার ফলে আপনার সমস্ত কাজ বিগড়ে যেতে পারে। বৈবাহিক জীবনে পড়তে পারে অশুভ প্রভাব। শনিবারের দিন হনুমান চালিসার পাঠ পড়তে হবে।