ভালবাসার বহিঃপ্রকাশ হিসাবে এটি সর্বজনীন। আর আজ সেই... more
ভালবাসার বহিঃপ্রকাশ হিসাবে এটি সর্বজনীন। আর আজ সেই চুম্বনেরই দিন। ১৩ ফেব্রুয়ারি বিশ্ব চুম্বন দিবস।
1/6চুম্বন। প্রেম, স্নেহ এবং ঘনিষ্ঠতার চূড়ান্ত শারীরিক অভিব্যক্তি এটি। প্রেমিক-প্রেমিকাই হোক, অভিভাবক-সন্তান বা স্বামী-স্ত্রী। ভালবাসার বহিঃপ্রকাশ হিসাবে এটি সর্বজনীন। আর আজ সেই চুম্বনেরই দিন। ১৩ ফেব্রুয়ারি বিশ্ব চুম্বন দিবস। (ছবি সৌজন্যে - ইউটিউব) (Instagram )
2/6ফেব্রুয়ারি মাস মানে পরের পর বিভিন্ন ডে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, এবং হাগ ডে-র পরে আসে কিস ডে। তারপর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিয়ে মধুরেণ সমাপয়েত। প্রতীকী ছবি : ফেসবুক (Instagram )
3/6মনোবিদরা বলছেন, সাধারণ মানুষ ভালবাসার বহিঃপ্রকাশে ততটা স্বচ্ছন্দ নন। চুম্বন একটা অত্যন্ত সাধারণ বিষয়। অথচ সেটাতেই যেন কত লজ্জা! বিশেষত আমাদের সমাজে প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রীদের সর্বসম্মখে চুম্বনও যেন কিছুটা ডেয়ারিং বিষয়। প্রতীকী ছবি : ইনস্টাগ্রাম (Instagram )
5/6তাছাড়া চুমুর উপকারিতাও অনেক। চুমু খেলে ও পেলে কমে স্ট্রেস। অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়। এটি মন ভাল করতে সাহায্য করে। সর্বোপরি দীর্ঘকালে হার্টের ঝুঁকি, উচ্চ রক্তচাপের সম্ভাবনাও কমতে পারে। প্রতীকী ছবি : ইনস্টাগ্রাম (Instagram )
6/6তবে হ্যাঁ, করোনা পরিস্থিতিতে চুমুটা একটু চাপের বিষয়। তাই সেকথাও মাথায় রাখতে হবে বৈকি! (ছবি সৌজন্যে -টুইটার) (Instagram )