New Vande Bharat Train: পুজোর আগে নতুন বন্দে ভারত ট্রেন! পুরী থেকে রওনা হয়ে কোন কোন স্টেশনে থামবে?
Updated: 04 Sep 2023, 08:36 PM ISTসেমি স্পিড ট্রেন হিসাবে বন্দে ভারত ইতিমধ্যেই আলোচনায় উঠে আসে। পূর্ব ভারতে একাধিক বন্দে ভারত বহু গন্তব্যে সময়কে কম করে দিয়েছে। তারই মধ্যে, এল সুখবর। এবার পুজোর আগে আরও এক বন্দে ভারত চালু হবে পুরী থেকে।
পুজোর আগে ওড়িশা পাচ্ছে দ্বিতীয় বন্দে ভারত ট্রেন। যা পুরী থেকে রাউরকেলার মধ্যে চলাচল করবে। খুব শিগগিরই এই ট্রেনের উদ্বোধন হতে চলেছে বলে খবর। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের উদ্বোধন করবেন। আর সেই উদ্বোধন চলতি মাসের শেষের দিকে হতে পারে বলে খবর। (Photo by Santosh Kumar / Hindustan Times)
পরবর্তী ফটো গ্যালারি