দ্রুতগামী হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। আগামী সপ্তাহ থেকেই সেই নয়া সময়সূচি কার্যকর হতে চলেছে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, কয়েক মিনিট এগিয়ে এসেছে সময়। কতক্ষণ আগে পৌঁছাবে বন্দে ভারত এক্সপ্রেস, তা দেখে নিন -
1/6আরও দ্রুত হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, আপাতত যে সময় লাগে, তার থেকে ১০ মিনিট কমেই যাতায়াত করবে ভারতের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। যে নয়া সময়সূচি আগামী সোমবার (আগামী ১৫ মে) থেকে কার্যকর হতে চলেছে বলে রেলের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল)
2/6ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ২০৬০৭ চেন্নাই সেন্ট্রাল-মাইসুরু বন্দে ভারত এক্সপ্রেস এবং ২০৬০৮ মাইসুরু-চেন্নাই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেসের যাতায়াতের সময় ১০ মিনিট কমে যাচ্ছে। যা ১৫ মে থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)
3/6তবে আদৌও পুরো যাত্রায় সময় ১০ মিনিট কমে যাচ্ছে কিনা, তা নিয়ে ধন্দ আছে। কারণ দক্ষিণ রেলওয়ের তরফে যে পরিবর্তিত সূচি প্রকাশ করা হয়েছে, তাতে শুধুমাত্র কাটপাডি জংশনের পরিবর্তিত সময়সূচি দেওয়া হয়েছে। বাকি কোনও স্টেশনের পরিবর্তিত সূচি প্রকাশ করা হয়নি। ফলে শুধুমাত্র ওই স্টেশনেই ১০ মিনিট আগে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছাবে কিনা, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/6রেলের তরফে জানানো হয়েছে, ১৫ মে থেকে সকাল ৭ টা ১৩ মিনিটে কাটপাডি জংশনে পৌঁছাবে ২০৬০৭ চেন্নাই সেন্ট্রাল-মাইসুরু বন্দে ভারত এক্সপ্রেস। সেখানে দু'মিনিট দাঁড়াবে। আবার ফিরতি পথে বিকেল ৫ টা ৩৩ মিনিটে কাটপাডি জংশনে দাঁড়াবে ২০৬০৮ মাইসুরু-চেন্নাই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেস। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6রেলের তরফে জানানো হয়েছে, ১৫ মে থেকে সকাল ৭ টা ১৩ মিনিটে কাটপাডি জংশনে পৌঁছাবে ২০৬০৭ চেন্নাই সেন্ট্রাল-মাইসুরু বন্দে ভারত এক্সপ্রেস। সেখানে দু'মিনিট দাঁড়াবে। আবার ফিরতি পথে বিকেল ৫ টা ৩৩ মিনিটে কাটপাডি জংশনে দাঁড়াবে ২০৬০৮ মাইসুরু-চেন্নাই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেস। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
6/6কোন কোন স্টেশনে দাঁড়ায় ২০৬০৭/২০৬০৮ চেন্নাই সেন্ট্রাল-মাইসুরু-চেন্নাই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়ায় মোট দুটি স্টেশনে (কাটপাডি জংশন এবং বেঙ্গালুরু সিটি জংশন)। সেইসঙ্গে দুটি প্রান্তিক স্টেশন আছে - চেন্নাই সেন্ট্রাল এবং মাইসুরু। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল)