দক্ষিণ-পূর্ব রেলের জোনে ইতিমধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস চলে। গত মাসেই চালু হয়েছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এবার আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে দক্ষিণ-পূর্ব রেলের জোনে। কোন রুটে সেই ট্রেন চলবে, কবে চালু হবে, ভাড়া কত হবে, তা দেখে নিন -
1/7 আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে দক্ষিণ-পূর্ব রেল। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যে বাণিজ্যিকভাবে সেই সেমি-হাইস্পিড ট্রেনের পরিষেবা শুরু করা হবে বলে জানিয়েছেন রেলের কর্তারা। যা ভারতের ২০ তম বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে। (ছবি সৌজন্যে, সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
2/7 কোন রুটে সেই বন্দে ভারত এক্সপ্রেস চলবে? রেলের আধিকারিকরা জানিয়েছেন, পাটনা এবং রাঁচির মধ্যে সেই ট্রেন চালানো হবে। রাঁচি দক্ষিণ-পূর্ব রেলের আওতায় পড়লেও রাঁচি পূর্ব-মধ্য রেলের অধীনে পড়ে। আর পাটনা-রাঁচি বন্দে ভারতকে পূর্ব-মধ্য রেলের হাতে দেওয়া হয়েছে। (ছবি সৌজন্যে, সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
3/7 রেলের এক আধিকারিক বলেছেন, ‘মূলত রাজেন্দ্রনগর ইয়ার্ডে পাটনা-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণ করা হবে। আর কয়েকটি ক্ষেত্রে রাঁচি স্টেশনে পাটনা-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ (ছবি সৌজন্যে, সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
4/7 কবে পাটনা-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হবে? বিষয়টি নিয়ে রেলের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে রেলের আধিকারিকদের বক্তব্য, চলতি মাসের মধ্যেই পাটনা-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসকে সবুজ পতাকা দেখানো হবে। যা খাতায়-কলমে বিহারের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে (কারণ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বিহারের উপর দিয়ে গেলেও বিহারের কোনও প্রান্তিক স্টেশন থেকে ছাড়া প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে পাটনা-রাঁচি বন্দে ভারত)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/7 নাম গোপন রাখার শর্তে রেলের এক কর্তা বলেছেন, ‘এটা বন্দে ভারত এক্সপ্রেসের ২০ তম রেক। গোয়া এবং মুম্বইয়ের মধ্যে যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার কথা আছে, সেটার পরেই এই বন্দে ভারত চালু করা হবে। গত ৩ জুন গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনার জন্য সেই বন্দে ভারতের উদ্বোধন পিছিয়ে গিয়েছে। গোয়া-মুম্বই বন্দে ভারতের পরে পাটনা-রাঁচি বন্দে ভারতের উদ্বোধন করা হবে।’ (ছবি সৌজন্যে, সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
6/7 পাটনা-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কত হবে? রেলের বাণিজ্যিক বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, চেয়ার কারে ভাড়া হতে পারে ১,০০০ টাকা থেকে ১,২০০ টাকার মধ্যে। এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২,০০০ টাকার মতো পড়তে পারে। (ছবি সৌজন্যে, সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
7/7 রেলের আধিকারিকরা জানিয়েছেন, কোন রুট দিয়ে চলবে, সূচি কী হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে টাটিসিলওয়াই, মেরসা, হাজারিবাগ, কোডার্মা এবং গয়া দিয়ে সেই বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে পারে। পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বীরেন্দ্র কুমার জানিয়েছেন, রেল মন্ত্রকের তরফে জানানোর পর ট্রেনের চূড়ান্ত সময়সূচি এবং ভাড়া জানানো হবে। (ছবি সৌজন্যে, সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)