দেশের অধিকাংশ রাজ্যে শুরু হয়ে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এবার বন্দে ভারত এক্সপ্রেসের ‘মিনি’ ভার্সন বন্দে ভারত মেট্রো নিয়ে এগিয়ে চলেছে ভারতীয় রেল। দেশের এই শহরে ২৩৮ টি বন্দে ভারত মেট্রো নামানোর প্রস্তুতি শুরু করা হয়েছে।
1/5ইতিমধ্যে বন্দে ভারত মেট্রো চালানোর ঘোষণা করা হয়েছে। এবার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় রেল। দেশের একটি শহরের লোকাল ট্রেন পরিষেবা আমূল পরিবর্তন করতে ২৩৮ বন্দে ভারত মেট্রো তৈরির প্রকল্পে ভারতীয় রেল অনুমোদন দিল। যা ‘মেক ইন ইন্ডিয়া’-র আওতায় তৈরি করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5মুম্বই রেলওয়ে বিকাশ কর্পোরেশনের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, মুম্বইয়ের জন্য ২৩৮ টি বন্দে ভারত মেট্রো তৈরির প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল। মুম্বই আর্বান ট্রান্সপোর্ট প্রজেক্ট থ্রি এবং থ্রিএ প্রকল্পের আওতায় সেই বন্দে ভারত মেট্রো তৈরি করা হবে। মুম্বই শহরতলির রেল পরিষেবা আমূল পরিবর্তনের জন্য সেই প্রকল্পের কাজ করছে ভারতীয় রেল এবং মহারাষ্ট্র সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5মুম্বই রেলওয়ে বিকাশ কর্পোরেশনের এক মুখপাত্র বলেন, কেন্দ্রীয় সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’-র নির্দেশিকা মেনে নির্দিষ্ট সংস্থা বন্দে ভারত মেট্রো তৈরি করবে। ৩৫ বছরের জন্য বন্দে ভারত মেট্রোর রক্ষণাবেক্ষণের বরাত থাকবে বলে জানিয়েছেন মুম্বই রেলওয়ে বিকাশ কর্পোরেশনের এক মুখপাত্র। সেজন্য দুটি রক্ষণাবেক্ষণের ডিপো তৈরির সিদ্ধান্তে অনুমোদন পেয়ে গিয়েছে মুম্বই রেলওয়ে বিকাশ কর্পোরেশন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5এমনিতে বন্দে ভারত এক্সপ্রেসের ‘ছোট ভার্সন’ হতে চলেছে বন্দে ভারত মেট্রো। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, কম দূরত্বের দুটি শহরের মধ্যে বন্দে ভারত মেট্রো চালানো হবে। সেই দূরত্ব মোটামুটি ১০০ কিলোমিটার হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। অর্থাৎ দ্রুতগতির প্যাসেঞ্জার ট্রেনের মতো চলবে বন্দে ভারত মেট্রো। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5কবে বন্দে ভারত মেট্রো চালু হবে? গত এপ্রিলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরের মধ্যে বন্দে ভারত মেট্রো তৈরি হয়ে যাবে। যে বন্দে ভারত মেট্রোর ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ উপকৃত হবেন। সেইসঙ্গে সস্তায় আরামদায়ক যাত্রা করা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)