Variable Dearness Allowance (7th Pay Commssion): কর্মচারীদের জন্য সুখবর। বাড়ানো হল ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালোওয়েন্স। যে নয়া হার ২০২২ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে। সেই ঘোষণার ফলে সকল শ্রেণির কর্মচারীদের (অদক্ষ, আংশিক দক্ষ, দক্ষ এবং অধিক দক্ষ) ন্যূনতম বেতন বেড়ে যাচ্ছে। কত টাকা বেতন হচ্ছে, তা দেখে নিন -
1/4সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ঘোষণা করা হল। ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালোওয়েন্স (Variable Dearness Allowance) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। (ছবিটি প্রতীকী)
2/4ওড়িশা সরকারের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকল শ্রেণির কর্মচারীদের ক্ষেত্রে ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালোওয়েন্স দৈনিক ১১ টাকা বাড়ানো হচ্ছে। সকল শ্রেণির কর্মচারীরা সেই অর্থ পাবেন। যে নিয়ম ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)