নীল রঙের অপরাজিতা ফুল ভগবান বিষ্ণুর খুবই প্রিয়। আর শনিদেবেরও খুব প্রিয় এই নীল রঙের আপরাজিতা। এই ফুলের হাত ধরে লক্ষ্মীরও কৃপা মেলে। বাস্তুশাস্ত্র মতে এই নীল অপরাজিতা ফুলের গাছ বাড়িতে থাকলে কষ্ট, দুঃখ কেটে যায়।
আরও পড়ুন-Video: শুয়ে ছিলেন মহিলা, তার পিঠে ফনা তুলে উঠে পড়ল সাপ! এরপর?
1/6বাড়িতে অপরাজিতা ফুলের গাছ অনেকেরই রয়েছে। অপরাজিতা ফুল বিভিন্ন রঙ ও রকমের হয়ে থাকে। তবে বাস্তুশাস্ত্র মত বলছে, কেবলমাত্র নীল রঙের অপরাজিতা গাছই বাড়িতে আর্থিক কষ্ট থেকে নানান ধরনের বাঘা বিঘ্ন কাটিয়ে দিতে পারে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন সমস্যায় নীল রঙের অপরাজিতা গাছ বাস্তুশাস্ত্র মতে দারুন কাজে দেয়।
2/6বাড়িতে কষ্ট, দুঃখ কাটে- নীল রঙের অপরাজিতা ফুল ভগবান বিষ্ণুর খুবই প্রিয়। আর শনিদেবেরও খুব প্রিয় এই নীল রঙের আপরাজিতা। এই ফুলের হাত ধরে লক্ষ্মীরও কৃপা মেলে। বাস্তুশাস্ত্র মতে এই নীল অপরাজিতা ফুলের গাছ বাড়িতে থাকলে কষ্ট, দুঃখ কেটে যায়। বাড়িতে আসে ইতিবাচক মনোভাব।
3/6সুখ সমৃদ্ধি- নানা বাধা বিঘ্ন কাটিয়ে বাড়িতে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে নীল রঙের অপরাজিতার ফুল। এতে বলা হয়, শনিদেবকে এই নীল অপরাজিতা প্রতি শনিবার অর্পণ করলে কেটে যায় সাড়ে সাতির মতো সমস্যা।
4/6আর্থিক উন্নতি- নীল রঙের অপরাজিতা আর্থিক উন্নতিতেও সাহায্য করে। বলা হয়, বাড়িতে অপরাজিতার গাছ থাকলে কোনও দিনওই আর্থিক কষ্ট বাড়ির আশপাশেও থাকে না। কোনও মতেই বাড়িতে অর্থের অভাব হয় না।
5/6কোনদিকে লাগাবেন অপরাজিতা- অপরাজিতা ফুলকে বিষ্ণুপ্রিয়াও বলা হয়। এই গাছ লাগানোর জন্য বাড়ির উত্তরপূর্ব দিককে বেছে নিন। এতেই কেটে যাবে সংসারের যাবতীয় অর্থকষ্ট।
6/6কোনদিন পুঁতবেন গাছ- নীল রঙের অপরাজিতা পোঁতার সঠিক দিন হল বৃহস্পতিবার। এছাড়াও শুক্রবারও এই গাছ পোঁতার জন্য খুবই ভালো দিন। এই গাছকে মা লক্ষ্মীকে উদ্দেশ্য করে পুঁতলে মেলে ফল। বলছে বাস্তুশাস্ত্র। (এই আলেখ্যয় দেওয়া তথ্যের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)