বাংলা নিউজ >
ছবিঘর >
Vastu Tips for Money Plant: বাড়িতে রাখা মানিপ্ল্যান্ট কি শুকিয়ে যাচ্ছে! তাকে মাটিতে পুঁতেছেন? বাস্তুমতে কী করণীয় জানুন
Vastu Tips for Money Plant: বাড়িতে রাখা মানিপ্ল্যান্ট কি শুকিয়ে যাচ্ছে! তাকে মাটিতে পুঁতেছেন? বাস্তুমতে কী করণীয় জানুন
Updated: 12 May 2022, 09:28 PM IST
লেখক Sritama Mitra
অনেকেই অফিসের সহকর্মী বা কলেজের বন্ধুকে মানিপ্ল্যান্ট উপহার দিয়ে থাকেন। তবে বাস্তুটিপস মতে বলা হচ্ছে, মানিপ্ল্যান্ট কাউকে উপহার দেওয়া উচিত নয়।
1/6বাড়িতে বিভিন্ন গাছ রাখা নিয়ে বাস্তু মতে বহু টিপস দেওয়া হয়। বলা হয়, গাছকে ঘরের মধ্যে কোথায় রাখা হচ্ছে, তার ওপর নির্ভর করে গৃহস্থের পরিস্থিতি। ঘরে সুখ শান্তি ধরে রাখতে একাধিক বাস্তুমত প্রচলিত রয়েছে গাছ ঘিরে। তেমনই মানিপ্ল্যান্ট কোথায় রাখছেন তা নিয়েও রয়েছে বাস্তু টিপস। তবে তার আগে জানতে হবে কোন কোন লক্ষণ বলে দেয় মানিপ্ল্যান্ট ঘরে অর্থ সম্পত্তি বাড়ানোর জায়গায় উল্টো প্রভাব ফেলতে পারে? দেখে নেওয়া যাক, মানিপ্ল্যান্ট ঘিরে বাস্তু মতে কোন ভুলগুলি করা উচিত নয়।Pixabay
2/6বাড়িতে মানিপ্ল্যান্ট থাকলে তা ভুলেও রাখবেন না উত্তর পূর্ব দিকে। এই দিকে মানিপ্ল্যান্ট রাখলে ঋণ বেড়ে যায়। বহু জনের কাছে ধার নেওয়ার প্রবণতা বাড়ে বাড়ির সদস্যদের। তাই এই গাছকে অবশ্যই দক্ষিণ পূর্ব দিকে রাখতে হবে। একমাত্র তাতেই পাবেন কাঙ্খিত ফল।
3/6কোথায় রাখবেন মানিপ্ল্যান্ট? মানিপ্ল্যান্ট বাড়িতে এনেই কা সরাসরি কখনওই মাটিতে পুঁতে দেবেন না। বাস্তুমতে বলা হচ্ছে, মানিপ্ল্যান্ট সবসময় টবে রাখা উচিত। দেখবেন , তএই গাছের লতা যেন কোনও মতেই মাটি না ছুঁয়ে ফেলে।
4/6মানিপ্ল্যান্ট কি শুকিয়ে যাচ্ছে? বাড়িতে রাখা মানিপ্ল্যান্ট শুকিয়ে গেলে তা মোটেও শুভ বলে মনে করা হয় না। মনে করা হয় এই ঘটনা আর্থিকভাবে ক্ষতির মুখে ঠেলে দিতে পারে। মানিপ্ল্যান্টের যে অংশ শুকিয়ে যাচ্ছে তা তক্ষুণি ছেঁটে ফেলুন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/6মানিপ্ল্যান্ট সব সময়ই রাখুন ঘরের মধ্যে। এতে মিলবে সুফল। মানিপ্ল্যান্ট বাইরের দিকে রাখলে তা বাড়িতে অশুভ প্রভাব ফেলে। একে সর্বদা ঘরের মধ্যে রাখা ভাল। এতে সূর্যের তেজ না পড়াই মঙ্গলদায়ক। (ছবিটি প্রতীকী)
6/6মানিপ্ল্যান্ট কি উপহার দেওয়া উচিত? অনেকেই অফিসের সহকর্মী বা কলেজের বন্ধুকে মানিপ্ল্যান্ট উপহার দিয়ে থাকেন। তবে বাস্তুটিপস মতে বলা হচ্ছে, মানিপ্ল্যান্ট কাউকে উপহার দেওয়া উচিত নয়। এটি করলে ঘরে বাস্তুশাস্ত্র মতে শুক্র গ্রহের গতিবিধিতে প্রভাব পড়ে। মূলত, শুক্রে প্রভাব পড়লে ঘরের সুখ শান্তি নষ্ট হয়। তাই কাউকে মানিপ্ল্যান্ট উপহার দেওয়া ঠিক নয়।। (ছবিটি প্রতীকী)