বাড়িতে পজিটিভ এনার্জি পেতে বাড়িতে বিভিন্ন ধরনের ... more
বাড়িতে পজিটিভ এনার্জি পেতে বাড়িতে বিভিন্ন ধরনের গাছ পোঁতা হয়। মনে করা হয় এই গাছগুলিই বাড়িতে আনতে পারে সুস্বাস্থ্য ও আর্থিক উন্নতি। বহু গাছ এমনও রয়েছে, যাতে দেবতা বা দেবী স্বয়ং অধিষ্ঠিত থাকেন বলে হিন্দুশাস্ত্রে বিশ্বাস করা হয়। দেখে নেওয়া যাক, বাড়িতে উন্নতির জন্য কোন কোন গাছ কোথায় পোঁতা ভাল।
1/8বাড়ির সদস্যদের সুখ ,সমৃদ্ধি ও শান্তি ধরে রাখতে কে না চান! আর ঘরে অর্থ ঐশ্বর্যের স্রোত আসুক, তাও চান অনেকেই। এদিকে বাস্তু মত মেনে বহুজনই বাড়ি সাজিয়ে রাখেন নানান গাছ দিয়ে। তবে সেভাবে মেলে না ফল! জেনে নিন বাড়িতে ঠিক কোন কোন গাছ লাগালে কী কী ফলাফল পাওয়া যায়।
2/8বাড়িতে পজিটিভ এনার্জি পেতে বাড়িতে বিভিন্ন ধরনের গাছ পোঁতা হয়। মনে করা হয় এই গাছগুলিই বাড়িতে আনতে পারে সুস্বাস্থ্য ও আর্থিক উন্নতি। বহু গাছ এমনও রয়েছে, যাতে দেবতা বা দেবী স্বয়ং অধিষ্ঠিত থাকেন বলে হিন্দুশাস্ত্রে বিশ্বাস করা হয়। দেখে নেওয়া যাক, বাড়িতে উন্নতির জন্য কোন কোন গাছ কোথায় পোঁতা ভাল।
3/8তুলসী- বাড়িতে তুলসীর চারা রাখা খুবই ভাল। এতে আর্থিক সমস্যা দূর হয় বলে মনে করা হয়। মনে করা হয়, যেখানে তুলসীর পুজো হয়, সেখানেই শ্রীকৃষ্ণের বসবাস হয়। তুলসীকে বাড়ির দক্ষিণ প্রান্তে লাগানো ঠিক নয়।
4/8তুলসী গাছের কাছে কোন গাছ রাখবেন? তুলসী গাছের কাছে পুঁতে ফেলুন কলা গাছ। কলা গাছ আর তুলসী গাছ একই জায়গায় থাকলে তা শুভ ফল দেয়। এতে বিষ্ণুদেব ও মা লক্ষ্মী দুজনের কৃপাই বর্ষিত হয়। ফলে সংসারে আসে শান্তি।
5/8নিম- বাড়ি যদি বড় হয়, তাহলে বাড়িতে লাগান নিমের গাছ। হিন্দুশাস্ত্র মতে মনে করা হয় যে, যে ব্যক্তি বাড়িতে সাতটি নিমের গাছ লাগিয়ে রাখেন, তাঁর বাড়িতে ধন, ঐশ্বর্যের অভাব হয় না। তিনি শিবলোক প্রাপ্ত করেন।
6/8জবা গাছ- বাড়িতে জবা গাছ রাখা অত্যন্ত শুভ। বহু ঝড় ঝাপ্টা আসলে তা কেটে যায় জবা গাছ থাকলে। মা দুর্গা ও হনুমানজিকে এই ফুল অর্পণের কথা বলা হচ্ছে। বহু সংকট এভাবে দূর হয়।
7/8বেল ও অশোক গাছ- বেল গাছ লাগালেও বাড়িতে সংকট দূর হয়। এছাড়াও বলা হচ্ছে বাড়িতে অশোক গাছ লাগালে তার ফলাফল ভাল হয়।
8/8ক্যাকটাস নয়, তবে গোলাপ লাগান! বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে ক্যাকটাস নয় বরং গোলাপ লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে যদি গোলাপ লাগান, তাহলে তা ঘরের ভিতরের দিকে লাগাবেন না। বরং গোলাপ লাগান বাড়ির বাইরে, বা ছাদে। ঘরে কোনও কাঁটা যুক্ত গাছ না লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে।