বাংলা নিউজ >
ছবিঘর >
Vastu Tips for placing Shankha: শঙ্খ দূর করতে পারে আর্থিক দুর্গতি থেকে সংসারের অশান্তি! বাস্তুমতে জানুন রাখার নিয়ম
Vastu Tips for placing Shankha: শঙ্খ দূর করতে পারে আর্থিক দুর্গতি থেকে সংসারের অশান্তি! বাস্তুমতে জানুন রাখার নিয়ম
Updated: 16 Jul 2022, 07:28 PM IST
লেখক Sritama Mitra
অনেকেই দক্ষিণাবর্ত শঙ্খকে লক্ষ্মী শঙ্খ বলেন। বাস্ত...
more
অনেকেই দক্ষিণাবর্ত শঙ্খকে লক্ষ্মী শঙ্খ বলেন। বাস্তুশাস্ত্র মতে, দক্ষিণাবর্ত শঙ্খের ডান দিক থাকে খোলা। মনে করা হয় ধনলক্ষ্মী আসেন এই শঙ্খের হাত ধরে। ফলে এই শঙ্খকে বেদীতে রেখে রোজ একটি সাদা ফুল দিয়ে পুজো করার নিয়ম প্রচলিত। এতে সংসারে অর্থের অভাব হয়না ও অর্থাগম হয় বলে বিশ্বাস।
1/7বাঙালি বাড়িতে সন্ধ্যে মানেই শঙ্খ ধ্বনি। বেশ কিছু এলাকায় তুলসী মঞ্চে সন্ধ্যে বেলার শঙ্খধ্বনি না পড়লে বাড়ির সান্ধ্য আয়োজন শুরুই হয়না! শুধু কি রোজের সন্ধ্যারতি, দুর্গাপুজো হোক বা কালীপুজো, শঙ্খধ্বনি না বাজলে হিন্দু মতো সেই পুজো পূর্ণতা পায়না।
2/7শাস্ত্রমতে শঙ্খধ্বনির নানান প্রাসঙ্গিকতা বর্ণিত রয়েছে। বলা হয়, ভগবান শ্রীবিষ্ণুর প্রতীক হল শঙ্খ। বিশ্বাস এটাই যে, শঙ্খধ্বনিতে বিষ্ণু,শ্রীকৃষ্ণ বিশ্বের নানান বিবাদ দূর করে দিয়েছেন। ফলে সেই মত অনুযায়ী, বাড়িতেও শঙ্খ রাখলে ও তা বাজালে বিভিন্ন বিপদ দূর হতে পারে। তবে বাস্তুশাস্ত্র মতে বলে দেওয়া হচ্ছে বাড়ির কোনদিকে শঙ্খ রাখলে তা সুফল বয়ে আনবে।
3/7বাড়িতে অশান্তি দূর করতে শঙ্খ- বাড়িতে বহু সময়ই অশান্তি লেগে থাকে বাস্তুদোষের জন্য। আর সেই অশান্তি দূর করতে হলে শঙ্খ রেখে দিন উত্তর পশ্চিম দিকে। সংসারের সমস্ত জটিলতা কেটে যেতে পারে এই দিকে শঙ্খ রাখলে। প্রতীকী ছবি (মূল শঙ্খটি নয়)।
4/7দক্ষিণাবর্ত শঙ্খ বাড়ির কোনদিকে রাখলে সৌভাগ্য বৃদ্ধি- অনেকেই দক্ষিণাবর্ত শঙ্খকে লক্ষ্মী শঙ্খ বলেন। বাস্তুশাস্ত্র মতে, দক্ষিণাবর্ত শঙ্খের ডান দিক থাকে খোলা। মনে করা হয় ধনলক্ষ্মী আসেন এই শঙ্খের হাত ধরে। ফলে এই শঙ্খকে বেদীতে রেখে রোজ একটি সাদা ফুল দিয়ে পুজো করার নিয়ম প্রচলিত। এতে সংসারে অর্থের অভাব হয়না ও অর্থাগম হয় বলে বিশ্বাস। প্রতীকী ছবি (মূল শঙ্খটি নয়)।
5/7মোতি শঙ্খের গুরুত্ব- যে শঙ্খ মুক্তার মতো উজ্জ্বল ও তা দুর্লভ তাকে বলা হয় মোতি শঙ্খ। এই শঙ্খ গৃহস্থে থাকলে আসে সমৃদ্ধি। আসে মানসিক শান্তি। সমস্ত কাজে মেলে সাফল্য। প্রতীকী ছবি (মূল শঙ্খটি নয়)।
6/7শঙ্খ রাখার নিয়ম- কখনওই শিবের মাথায় জল ঢালতে হলে শঙ্খ ব্যবহার করা উচিত নয়। শঙ্খ যেন মাটিতে না থাকে সেদিকে রাখতে হবে খেয়াল। ভাঙা বা ফাটল ধরা শঙ্খ বাজানো গৃহস্থের পক্ষে অমঙ্গলজনক।
7/7বাড়িতে ২ টি শঙ্খ থাকলে কী করবেন?- বাড়িতে যদি দুটি শঙ্খ থাকে তাহলে তা সংসারের পক্ষে ভাল নয়। দুটি শঙ্খ থাকলে একটিকে লাল কাপড় অন্যদিকে হলুদ কাপড়ে মুড়িয়ে রাখতে পারেন। প্রতীকী ছবি। (এই আলেখ্যের সত্যতা নিয়ে দাবি করা হচ্ছে না। সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)