Vastu shastra: বাস্তুমতে ঠাকুর ঘরে কিছু জিনিস রাখা চলবে না মোটেই, বিশেষ করে সংসারে সুখ-শান্তি-সমৃদ্ধি বজায় রাখতে চাইলে।
1/5বেশিরভাগ বাঙালি বাড়িতে নিয়ম মেনে ঠাকুর পুজো করা হয় দু'বেলা। সংসারের শান্তি রক্ষার্থে, উন্নতি সাধনে, অর্থিক লাভ হওয়ার কারণে ঠাকুরের সামনে হাতজোড় করা হয়। নিয়ম মেনে পুজো করা হয়। তবে বাস্তুশাস্ত্র অনুসারে ঠাকুর ঘরে যে ৪ ভুল করা চলবেই না! আর এইসব মাথায় রাখলেই হবে উন্নতি, আসবে রাশি রাশি টাকা।
2/5ঠাকুর ঘরে বা মন্দিরে অনেকেই ভগবানের মূর্তি রাখেন। তবে বাস্তুশাস্ত্র অনুসারে একই ঠাকুরের দুটো মূর্তি একসঙ্গে রাখা ঠিক নয়। এতে নেমে আসে খারাপ সময়। আর্থিক লোকসানের আশঙ্কাও তৈরি হয়।
3/5সঙ্গে ঠাকুর ঘরে ২.৫ ইঞ্চি বা ৩ ইঞ্চির থেকে বড় মূর্তি না রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এতে শান্তি বজায় থাকে, উন্নতি হয়।
4/5সঙ্গে ঠাকুর ঘরে যে ছবি বা ফোটো ব্যবহার করা হয় ভগবানের, তা যেন ছেঁড়া বা ফাটা না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এতে ভুল হলে সংসারে পরে কালো ছায়া। ব্যহত হয় শান্তি।
5/5আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, ঠাকুর ঘরে কোনও শুকনো ফুল, বেলপাতা যেন না থাকে। সকালে ফুল দিলে বিকেলে ঠাকুরের পায়ের সামনে থেকে শুকনো ফুল আর বেলপাতাগুলো সরিয়ে নিন। নিয়ম মেনে করতে হবে এটা।