Vastu Tips for placing Plants: বাড়িতে উত্তর বা পূর্ব দিকে বসান রজনীগন্ধা। এতেই আসবে সুখ সমৃদ্ধি। আসবে মালক্ষ্মীর কৃপা। এছাড়াও দাম্পত্য জীবনে সুখ আনতে এই ফুল যদি ঘরে রাখেন তাহলে তা বেডরুমের উত্তর দিকে রাখুন।
1/7বাস্তুশাস্ত্র মতে ঘরের আশপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন জিনিসের চরম গুরুত্ব রয়েছে। তেমনই বাড়ির বাগানে থাকা গাছপালার গুরুত্বও অপরিসীম। শাস্ত্র মতে বলা হয়, বাড়ির গাছপালার মধ্যে তুলসীর গুরুত্ব অপরিসীম। তবে এছাড়াও একাধিক গাছপালা পরিবারে সুখ সমৃদ্ধি বয়ে আনে। বহু গাছ বাড়িতে রাখলে মেলে মা লক্ষ্মীর কৃপা।
2/7শুধু তুলসীই নয়, বহু ফুলের গাছ এমনও রয়েছে যা বাড়িতে লাগালে তা সুখ সমৃদ্ধি ভরিয়ে তোলে। আর্থিক উন্নতিতে ও সংসারে সমৃদ্ধি আনতে একাধিক গাছ রয়েছে যা ঘরে রাখলে সুখ ভরে ওঠে। আসে মা লক্ষ্মীর কৃপা। দেখে নেওয়া যাক, এমনই কিছু গাছের হদিশ। যা নিয়ে রয়েছে বাস্তুশাস্ত্র টিপস।
3/7তুলসী- বাড়িতে তুলসী প্রতিষ্ঠার ফলে বিষ্ণুদেবের কৃপা মেলে বলে বর্ণিত রয়েছে শাস্ত্রে। একইসঙ্গে তুলসী গাছ বাড়িতে রাখলে আসে মা লক্ষ্মীর কৃপাও। এতে ঘরে আসে সুখ, শান্তি সমৃদ্ধি।
4/7অশ্বগন্ধা- বাড়িতে অশ্বগন্ধা গাছ রাখলেও আসে সমৃদ্ধি, আনন্দ। অশ্বগন্ধার বহু ওষধি গুণ রয়েছে, আর তা খুবই উপকারি পরিবারের শান্তি প্রতিষ্ঠার জন্যও।
5/7অপরাজিতা-বলা হয় নীল রঙের অপরাজিতা ফুল শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়। এটি বাড়িতে থাকলে নেগেটিভ এনার্জি শুষে নেয়। আসে লক্ষ্মীদেবীর কৃপাদৃষ্টি। গৃহস্থের সদস্যদের আর্থিক উন্নতি হয়। আসে সাফল্য। এটি বাড়ির পশ্চিম বা দক্ষিণ দিকে লাগানো খুবই উপকারি।
6/7শিউলি-বাড়িতে চিন্তা, টেনশন লেগে থাকলে তা দূর করে শিশুলি ফুলের গাছ। শিউলি ফুল গাছ বাড়িতে রাখলে সেই গৃহস্থ সমৃদ্ধ হয়ে ওঠে। এই ফুলগাছ বাড়ির যাবতীয় বিপদ দূর করে বলে মনে করা হয়। মা দুর্গার পাশাপাশি শরতে লক্ষ্মীপুজোতেও এই ফুল দেওয়ার রীতি রয়েছে।