বাংলা নিউজ > ছবিঘর > VAT Slash on Petrol-Diesel: পেট্রল-ডিজেলে VAT ছাড়ের ঘোষণা, কেন্দ্রের পর এবার বড় পদক্ষেপ অ-বিজেপি রাজ্যের

VAT Slash on Petrol-Diesel: পেট্রল-ডিজেলে VAT ছাড়ের ঘোষণা, কেন্দ্রের পর এবার বড় পদক্ষেপ অ-বিজেপি রাজ্যের

বিগত কয়েক মাসে এই নিয়ে দ্বিতীয়বার পেট্রল ও ডিজেলের দাম কমাতে কর ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্র বরাবর অ-বিজেপি শাসিত রাজ্যগুলিকে এই নিয়ে তোপ দেগে এসেছে। কেন্দ্রের অভিযোগ, তারা জ্বালানির দাম কমালেও রাজ্যগুলি কর কমাচ্ছে না। এর জেরে চাপে পড়ছে আম জনতা। এই আবহে এবার কেন্দ্রের ঘোষণার পর বড় পদক্ষের করল এই রাজ্যগুলি।