এরপর ৩০ এপ্রিল শুক্র এবং বৃহস্পতি গ্রহকে একসঙ্গে খুব কাছাকাছি দেখা যাবে।
৩০ এপ্রিলের ঘটনার সাক্ষী হওয়ার একটাই শর্ত, পরিষ্কার আকাশ।
1/5আকাশে বেশ কাছাকাছি অবস্থানে দেখা যাবে শুক্র এবং বৃহস্পতি গ্রহ। শুক্র বৃহস্পতির ০.২ ডিগ্রি দক্ষিণে থাকবে। প্রতীকী ছবি: ফেসবুক (Facebook)
2/5এর আগে ২৬ এবং ২৭ এপ্রিল সূর্যোদয়ের আগে, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি-সহ চারটি গ্রহ পূর্ব দিগন্ত থেকে ৩০ ডিগ্রির মধ্যে সরল রেখায় দৃশ্যমান ছিল। ফাইল ছবি: নাসা (NASA)
3/5দূরবীন বা টেলিস্কোপ ছাড়াই বৃহস্পতি, শুক্র, মঙ্গল এবং শনিকে এক লাইনে দেখতে পাওয়া গিয়েছে। (ছবি সৌজন্য রয়টার্স) (Reuters)
4/5ভুবনেশ্বরের পাঠানি সামন্ত প্ল্যানেটোরিয়ামের ডেপুটি ডিরেক্টর শুভেন্দু পট্টনায়েক বলেন, এই ধরনের ঘটনা প্রায় ১,০০০ পর ঘটল। বেশ বিরল। এর আগে ৯৪৭ খ্রিষ্টাব্দে শেষবার এমন হয়েছিল। ছবি : নাসা (NASA)
5/5এই ধরণের ঘটনা 'প্ল্যানেট প্যারেড' নামে পরিচিত। সৌরজগতের গ্রহগুলি আকাশের একই এলাকায় সরলরেক্ষায় সারিবদ্ধ হলে এমনটা বলা হয়। ফাইল ছবি: রয়টার্স (via REUTERS)