Victoria Metro Station Construction: ভিক্টোরিয়া মেট্রো স্টেশন আসছে এবার! তৈরি হচ্ছে ‘ডি’ ওয়াল, মাটির কত নীচে নামবেন?
Updated: 25 Jun 2024, 08:26 PM ISTজোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের (পার্পল লাইন) একাংশে আপাতত পরিষেবা চালু আছে। জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত চলছে মেট্রো। এবার মেট্রোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড় কাজ শুরু করা হল। সেই ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের নয়া ছবি দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি