বাংলা নিউজ >
ছবিঘর >
‘বিক্রম বেদা’ ছাড়াও হৃতিকের হাতে রয়েছে দুটি ব্লকবাস্টার সিক্যুয়েল! কী কী জানেন?
‘বিক্রম বেদা’ ছাড়াও হৃতিকের হাতে রয়েছে দুটি ব্লকবাস্টার সিক্যুয়েল! কী কী জানেন?
Updated: 10 Jan 2022, 05:22 PM IST
লেখক Priyanka Bose
অভিনেতার হাতে রয়েছে একাধিক প্রোজেক্ট।
1/7৪৮-এ পা দিলেন অভিনেতা হৃতিক রোশন। 'কাহো না পেয়ার হ্যায়' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন তিনি। ছবি পরিচালনায় ছিলেন তাঁর বাবা রাকেশ রোশন। প্রথম ছবি থেকেই বলিউডে নিজের ছাপ ফেলেছিলেন অভিনেতা। সেরা ডেবিউ, সেরা অভিনেতা সহ অনেক পুরস্কার পেয়েছিলেন।
2/7হৃতিকের কেরিয়ারে রয়েছে একগুচ্ছ হিট ছবি। ‘কোই মিল গায়া’, ‘কৃষ’, ‘কৃষ ৩’. ‘যোধা আকবর’, ‘ধুম ২’, ‘অগ্নিপথ’ আরও অনেক। অভিনেতার হাতে রয়েছে একাধিক প্রোজেক্ট শীঘ্রই মুক্তি পাবে সেই ছবিগুলিও।
3/7বিক্রম বেদা- জন্মদিনের সকালে নিজের আসন্ন ছবির প্রথম ঝলক শেয়ার করলেন অভিনেতা। প্রাচীন গল্পকাহিনি বিক্রম-বেতালের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে ‘বিক্রম বেদা’। লোকগাথা ‘বেতাল পঞ্চবিংশতি’র অনুপ্রেরণায় তৈরি এই ছবিতে পুলিশ ইনসপেক্টর বিক্রমের জীবনের একমাত্র মিশন হল গ্যাংস্টার বেদা-কে হত্যা করা। তামিল হিট 'বিক্রম বেদা'র হিন্দি রিমেক এই ছবি। ছবিতে গ্যাংস্টার বেদার চরিত্রে থাকবেন হৃত্বিক। সইফ আলি খানকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রটিতে।
4/7ফাইটার- প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন অভিনেতা হৃত্বিক রোশন এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সৌজন্যে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’। ২০২৩-এ প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে তাঁদের এই ছবি। ফাইটার-এ ফের একবার উর্দিতে দেখা যাবে হৃত্বিককে। চিত্রনাট্য শিকড়ে রয়েছে দেশাত্মবোধ। নিজের কেরিয়ারে এই প্রথম ইন্ডিয়ান এয়ার ফোর্স এর এক অফিসারের ভূমিকায় দেখা যাবে হৃত্বিককে।
5/7ওয়ার ২- হৃতিক রোশন এবং টাইগার শ্রফের ছবি 'ওয়ার' বক্স অফিসে সুপারহিট হয়েছিল, তারপরে এর সিক্যুয়েল নিয়ে আলোচনা চলছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, ২০২২ সালে এর সিক্যুয়েলের উপর কাজ শুরু করতে পারেন।
6/7কৃষ ৪- কৃষ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। কৃষের ১৫ বছর পূর্ণ হলে, ২০২১ সালের জুনে, হৃতিক রোশন একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। বলেছিলেন এর চতুর্থ পার্টও আসবে। ছবির পরিচালনায় রাকেশ রোশন।
7/7সাতরঙ্গি- অমিতাভ বচ্চনের ছবি 'সত্তে পে সাত্তা'-এর রিমেক নিয়ে বহুদিন ধরে আলোচনা চলছে। ছবির নাম হবে 'সাতরঙ্গি', যেখানে মুখ্য ভূমিকায় থাকবেন হৃতিক রোশন। পরিচালক রোহিত শেট্টি। কিন্তু অনুষ্ঠানিক ভাবে ছবির কোনও ঘোষণা হয়নি।