‘বর্ণবিদ্বেষের প্রতিবাদ করেছি,তাই পুরস্কার পাইনি’! Balon D'Or হাতছাড়া হতেই বিস্ফোরক ভিনিসিয়াস…
Updated: 29 Oct 2024, 11:08 AM ISTব্যালন ডি অর হাতছাড়া হওয়ার পর বোমা ফাটালেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। এবারে ফরাসি ফুটবলের বিচারে বর্ষসেরা ফুটবলার হওয়ার প্রধান দাবিদার ছিলেন তিনি, কিন্তু সেই পুরস্কার জেতেন স্পেনের ফুটবলার রদ্রি। এরপরই জুনিয়র দাবি করলেন, বর্ণবিদ্বেষের প্রতিবাদ করাতেই তাঁকে Balon D'Or পুরস্কার দেওয়া হয়নি।
পরবর্তী ফটো গ্যালারি