‘চিকিৎসকদের জন্য বেঁচে গেলাম, ওরা যা বলবে তাই শুনব’! স্থিতিশীল হয়ে বললেন কাম্বলি
Updated: 24 Dec 2024, 08:19 AM ISTহাসপাতালে ভর্তির পর আপাতত স্থিতিশীল হওয়ায় একটু কথাও বলতে পারছেন বিনোদ কাম্বলি। তিনি ছোট এক ভিডিয়ো বার্তায় চিকিৎসকের হাত ধরে জানিয়েছেন, ‘ চিকিৎসকরা এখানে আছেন বলেই আমি বেঁচে রয়েছি। আমি এটা বলতে পারি, যে চিকিৎসকরা আমায় যা বলবে, আমি চাই করব। আমি মানুষের সামনে উদাহরণ তৈরি করতে চাই।’
পরবর্তী ফটো গ্যালারি