ভিআইপি রোড হয়ে যাবে নিউ গড়িয়া-বিমানবন্দর (রাজারহাট) মেট্রো। সেই মেট্রো প্রকল্পের কাজের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। যশোর রোড, বিমানবন্দরমুখী গাড়িগুলির জন্য বিশেষ পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কোন পথে যাবে গাড়িগুলি, তা দেখে নিন -
1/5নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের স্তম্ভ নির্মাণের কাজের জন্য ভিআইপি রোডে হলদিরাম মোড় থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত অংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। যেহেতু মেট্রোর কাজের বিমানবন্দরমুখী রাস্তায় সব লেনে গাড়ি চলাচল করতে পারছে না, সেই পরিস্থিতিতে ব্যস্ত সময় ব্যারিকেডের মাধ্যমে কলকাতামুখী রাস্তার একাংশ দিয়ে বিমানবন্দরমুখী কিছু গাড়ি বের করে দিচ্ছে পুলিশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মেট্রো ও পিটিআই)
2/5পুলিশ সূত্রে খবর, মেট্রোর কাজ চললেও যাতে যানজট তৈরি না হয়, সেজন্য একাধিক পদক্ষেপ করা হচ্ছে। সকালের ব্যস্ত সময় যাতে যানজট তৈরি না হয়, সেজন্য বিমানবন্দরগামী গাড়িগুলিকে বেশিক্ষণ সিগন্যালে রাখা হচ্ছে না। অর্থাৎ মেট্রোর কাজ শুরুর আগে যতক্ষণ গাড়িগুলিকে সিগন্যালে দাঁড়াতে হত, সেই কমিয়ে আনা হয়েছে। আর সন্ধ্যায় যশোর রোডগামী গাড়িগুলির যে চাপ থাকে, তা কমানোর জন্য কলকাতাগামী রাস্তার একাংশ ব্যবহার করছে পুলিশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5এমনিতে ৩২ কিলোমিটারের নিউ গড়িয়া-বিমানবন্দর (ভায়া রাজারহাট) রুটের একাধিক অংশে কাজ চলছে। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিমি অংশ পুরোপুরি তৈরি হলেও চিংড়িঘাটা, ভিআইপি রোডের মতো বিভিন্ন জায়গায় দ্রুত কাজ চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মেট্রো)
4/5নিউ গড়িয়া-বিমানবন্দর (ভায়া রাজারহাট) রুটের বেশিরভাগ অংশটাই মাটির উপর দিয়ে যাবে। ভিআইপি রোডেও মাটির উপর ৭০০ মিটার অতিক্রম করবে মেট্রো। তারপর কৈখালি মাটির তলায় প্রবেশ করবে। মেট্রো সূত্রে খবর, বিমানবন্দর মেট্রো স্টেশনের গভীরতা ১৩ মিটার করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মেট্রো)
5/5উল্লেখ্য, কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন টার্মিনাল স্টেশন হতে চলেছে। একদিক থেকে যাবে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো। অপরদিক থেকে আসবে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো। সেই পরিস্থিতিতে বিমানবন্দর মেট্রো স্টেশনে অত্যাধুনিক সুযোগ-সুবিধা মিলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মেট্রো রেল)