তিনটে খরগোশ লুকিয়ে আছে গাছের ফাঁকে। ১০ সেকেন্ডে তিনটিকে খুঁজে পেলে বুঝবেন, আপনার চোখ ভালো আছে। চোখের আরও একটি পরীক্ষাও আছে। দেখে নিন একেবারে শেষে গিয়ে।
1/10এই ছবির মধ্যেই লুকিয়ে আছে তিনটি খরগোশ। খুঁজে পেতে হবে ১০ সেকেন্ডে। তাহলে বুঝবেন আপনার চোখ বেশ ভালোভাবেই কাজ করছে। এমনই দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
2/10ভালো করে দেখে নিন পুরো ছবিটি। তাহলে বুঝতে পারবেন কোথায় কোথায় লুকিয়ে আছে খরগোশ তিনটি।
3/10এই হল প্রথম খরগোশ। খুঁজে পেয়েছিলেন কি?
4/10দ্বিতীয় খরগোশ এটি।
5/10আর তৃতীয় জন এখানে। দেখতে পেলেন তো সবগুলিকে?
6/10এই হল তিনটি খরগোশ। কত ক্ষণ লাগল খুঁজে পেতে আপনার? এবার আর একটি পরীক্ষা করে দেখা যাক।
7/10এই ছবিতে রয়েছে একটি মোরগ, একটি মুরগি আর তাদের তিনটি ছানা। দেখুন তো, তাদেরও ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে পান কি না।
8/10এই হল সেই মোরগ।
9/10এই হল মুরগি।
10/10আর এই তাদের তিন ছানা। সবাইকে খুঁজে পেতে কত ক্ষণ লাগল আপনার? জানিয়ে দিন আমাদের।