গতকাল তেলতা এবং ডালখোলা স্টেশনের মধ্যবর্তী জায়গায় সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। এই নিয়ে এবার মুখ খুলল বিহারের কাটিহার ডিভিশনের আরপিএফ। জানানো হয়েছে, কাটিহারের বলরামপুরে এই পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। সি-৬ কোচের ডানদিকের জানলার কাচ ভেঙে গিয়েছে এই পাথড় হামলার জেরে।
1/4উদ্বোধনের পর থেকে বার বার আক্রমণের শিকার হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এর আগে মালদা, বোলপুর, বিহারে পাথর ছোড়া হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে। এই নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছিল বঙ্গে। তদন্তে নেমে এর আগে বিহারের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারও করেছিল পুলিশ। এরই মধ্যে ফের বিহার থেকে পাথর ছোড়া হল এনজেপি-হাওড়া রুটের বন্দে ভারতে।
2/4রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৪টে ৫১ মিনিট নাগাদ ২২৩০২ ডাউন বন্দে ভারত এক্সপ্রেসের সি-৬ কামরার ৭০ নম্বর সিটের এক যাত্রী ট্রেনের নিরাপত্তা কর্মীদের জানান, যে বিকেল ৪টে ২৫ নাগাদ ডালখোলা ও তেলতা স্টেশনের মাঝে কোনও একটি জায়গা থেকে ট্রেনের জানলাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়।
3/4খবর পাওয়া মাত্র ট্রেনের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। তদন্তের জন্য ডালখোলা আরপিএফ ও বলরামপুর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সময় ট্রেনে মালদার জিআরপির একজন এসআই, চারজন কনস্টেবল মোতায়েন ছিলেন। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এই ঘটনা প্রসঙ্গে বলেন, 'অভিযোগ দায়ের হয়েছে। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।' এদিকে পাথর হামলা প্রসঙ্গে জিআরপির সুপারিনটেন্ডেন্ট এস সেলভামুরুগান বলেন, 'পাথর ছোড়ার অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে।'
4/4পরে কাটিহার ডিভিশনের আরপিএফ জানায়, বিহারের বলরামপুরে এই পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের ভিতরে থাকা সেই সময়কার সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে দেখা হচ্ছে। অভিযুক্তদের ধরতে স্থানীয় থানার সঙ্গে মিলবে তদন্ত শুরু করবে আরপিএফ।