বাংলা নিউজ > ছবিঘর > Viral Pic of broken pane of Vande Bharat: 'কাটিহার থেকে ছোড়া হয় পাথর', ভাইরাল বন্দে ভারতের সি-৬ কোচের ভাঙা কাচের ছবি

Viral Pic of broken pane of Vande Bharat: 'কাটিহার থেকে ছোড়া হয় পাথর', ভাইরাল বন্দে ভারতের সি-৬ কোচের ভাঙা কাচের ছবি

গতকাল তেলতা এবং ডালখোলা স্টেশনের মধ্যবর্তী জায়গায় সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। এই নিয়ে এবার মুখ খুলল বিহারের কাটিহার ডিভিশনের আরপিএফ। জানানো হয়েছে, কাটিহারের বলরামপুরে এই পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। সি-৬ কোচের ডানদিকের জানলার কাচ ভেঙে গিয়েছে এই পাথড় হামলার জেরে।