শনিবারই আইপিএলের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাম্পে যোগ দিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার তথা আইপিএলের সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। তাঁর নামের পাশে আইপিএলে রয়েছে ৮০০০র ওপর রান। কোহলি যদি এবারে ছন্দে থাকেন তাহলে নিঃসন্দে তিনি এগিয়ে যাবেন আরও বড় মাইলস্টোনের দিকে, তা হল ১০ হাজার রানের ক্লাবের দিকে।
টি২০কে গুডবাই জানিয়েছেন বিরাট
এক বছর আগে যখন আইপিএলে তিনি খেলেছিলেন, তখনও নিজের টি২০ ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে দেখা যায়নি কোহলিকে। তবে আইপিএলের পর দেশকে টি২০ বিশ্বকাপ জিতিয়েই সবাইকে অবাক করে কোহলি জানিয়ে দেন দেশের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে তিনি আর খেলবেন না। সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরেছেন কোহলি।
আরসিবি ক্যাম্পে যোগ দিলেন বিরাট-
সোমবার দুবাই থেকে দেশে ফেরে ভারতীয় দল। এরপর ক্রিকেটারদের অধিকাংশই ছুটি কাটান বা বিশ্রাম নেন ৩-৪ দিনের জন্য। এবার বিরাট কোহলিও যোগ দিয়ে দিলেন নিজের আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে। ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে তিনি এবারের আইপিএল অভিযান শুরু করবেন নাইট রাইডার্সের বিপক্ষে। তাঁর আগে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুললেন তিনি।
অবসর প্রসঙ্গ পিছু ছাড়ছে না কোহলির
অস্ট্রেলিয়া সফরটা বাজে গেছিল ভারতীয় দলের। সিরিজের মাঝপথেই অবসর নিতে দেখা যায় রবিচন্দ্রন অশ্বিনকে। এরপরই প্রশ্ন উঠে গেছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হলে কি বিরাট কোহলি-রোহিত শর্মারাও অবসর নেবেন? আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সেই প্রশ্নে ফুল স্টপ পড়ে গিয়েছে। তবে অবসর প্রসঙ্গ পিছু ছাড়ছে না এই তারকা ক্রিকেটারদের।
অবসরের পর কি করবেন কোহলি?
আরসিবির ইনোভেশন ল্যাবের কাছেই বিরাট কথা বলেন সংবাদসংস্থা পিটিআইয়ের সঙ্গে। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, অবসর নেওয়ার পর কি করবেন কখনও ভেবে দেখেছেন? কোহলি শুনে বলেন, ‘আমি নিজেও সত্যি কথা বলতে গেলে জানি না অবসরের পর কি করব। সম্প্রতি আমি আমার এক সতীর্থকেও এই প্রশ্ন করেছিলাম, ওর জবাবও একই ছিল। তবে মনে হয় অনেক ঘুরে বেড়াব ’।
আমরা পরিবেশের সঙ্গে ভালো মানাতে পেরেছি
এরপরই বিরাটকে প্রশ্ন করা হয় সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি জয় নিয়ে। সেই প্রশ্নের উত্তরে কোহলি জানান, ‘আমার মনে হয় ভারতীয় দল দুবাইয়ের পরিবেশ পরিস্থিতির সঙ্গে ভালো মানিয়ে নিতে পেরেছিল, সেই কারণেই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পেরেছি ’।