টি-টোয়েন্টি বিশ্বকাপে আসার আগে আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন। কিন্তু আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে এসে নিজের খুঁজে পাচ্ছেন না বিরাট কোহলি। দুটি ম্যাচে শূন্য রানেই আউট হয়ে গেলেন। দুটি ইনিংসে দু'রানের গণ্ডি পার করতে পেরেছেন। কী লজ্জার মুখে পড়লেন বিরাট?
1/5 ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির খারাপ সময় কাটছে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়ার পরে অস্বস্তিকর নজিরের মুখে পড়লেন ভারতের তারকা ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি সংস্করণে ভারতীয় ওপেনারদের (ন্যূনতম পাঁচ ইনিংস) মধ্যে সবথেকে খারাপ গড়ের তালিকার শীর্ষে উঠে এলেন বিরাট। (ছবি সৌজন্যে এক্স)
2/5 এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনার হিসেবে খেলছেন বিরাট। ছ'টি ম্যাচে মোট ৬৬ রান করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক রান করেন। চার রান করেন পাকিস্তানের বিরুদ্ধে। আমেরিকার বিরুদ্ধে কোনও রান করতে পারেননি। আফগানিস্তানের বিরুদ্ধে করেন ২৪ রান। বাংলাদেশের বিরুদ্ধে ৩৭ রান করলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খাতা না খুলেই ড্রেসিংরুমে ফিরতে হয় বিরাটকে। (ছবি সৌজন্যে এক্স)
3/5 অর্থাৎ ২০২৪ সালের বিশ্বকাপে আপাতত বিরাটের গড় দাঁড়িয়েছে ১১। এতদিন ভারতীয় ওপেনারদের (কমপক্ষে পাঁচ ইনিংস) মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি সংস্করণে সবথেকে খারাপ গড় ছিল গৌতম গম্ভীরের। ২০১২ সালের বিশ্বকাপে গম্ভীরের গড় ছিল ১৬। তিনে আছেন রোহিত শর্মা। ২০১৬ সালের বিশ্বকাপে তাঁর গড় ছিল ১৭.৬। আর চারে আছেন রোহিতই। ২০২২ সালের বিশ্বকাপে তাঁর গড় ছিল ১৯.৩৩। (ছবি সৌজন্যে এক্স)
4/5 তবে বিরাটের সামনে সেই লজ্জার রেকর্ড থেকে মুক্তি পাওয়ার সুযোগ আছে। কারণ অভাবনীয় কিছু না ঘটলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে চলেছে ভারত। ফলে সেমিতে ভালো ইনিংস খেলে সেই লজ্জা থেকে মুক্তি পেতে পারেন বিরাট। আর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলে আরও একটি ইনিংস পাবেন তারকা ব্যাটার। ২০২২ সাল পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর রেকর্ড অবিশ্বাস্য ছিল। (ছবি সৌজন্যে পিটিআই)
5/5 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কীভাবে আউট হয়েছেন বিরাট? ২০২৩ সালের ৮ অক্টোবর চেন্নাইয়ে যেভাবে বিরাটকে আউট করতে চেয়েছিলেন জোশ হেজেলউড, ২০২৪ সালের ২৪ জুন সেন্ট লুসিয়ায় ঠিক সেটাই করলেন। ২০২৩ সালে ক্যাচ ফস্কেছিল। এবার ফস্কায়নি। অজি পেসারের বলটা পুল করতে যান বিরাট। কিন্তু মিড-উইকেটকে টপকে যেতে পারেননি। ক্যাচ ধরেন টিম ডেভিড। পাঁচ বলে শূন্য রান করে আউট হয়ে যান বিরাট। (ছবি সৌজন্যে পিটিআই)