টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি লন্ডনে একটি দিন পুরো হাল্কা মেজাজে কাটালেন। শনিবার দুই তারকাই কেনাকাটা করতে গিয়েছিলেন। তখনই ভক্তরা তাদের দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় জমিয়ে দেন। আর সেই ছবিই এখন ভাইরাল।
1/6ভারতীয় দল বর্তমানে লন্ডনেই রয়েছে। ২৪ জুন থেকে লিস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে পুরো দলই রয়েছে ফুরফুরে মেজাজে।
2/6রোহিত শর্মা এবং বিরাট কোহলি লন্ডনে কেনাকাটা করতে বের হয়েছিলেন। লন্ডনের রাস্তায় ভক্তদের সঙ্গে বেশ কিছু সুন্দর মুহূর্তও তারা কাটান। কোহলি ভারতীয় দলের সঙ্গে লন্ডন উড়ে যান। রোহিত অবশ্য একদিন পরে তার পরিবারের সঙ্গে উড়ে গিয়েছিলেন।
3/6ইংল্যান্ডে পৌঁছে শুক্রবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছিলেন বিরাট কোহলিরা। বৃহস্পতিবার ভারতীয় দলের একটি অংশ মুম্বই থেকে রওনা দেয় ইংল্যান্ডে। সেই দলে ছিলেন বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, মহম্মদ শামি, মহম্মদ সিরিজ, হনুমা বিহারী, রবীন্দ্র জাডেজারা। মলদ্বীপে ছুটি কাটিয়ে এসে অধিনায়ক রোহিত শর্মা এক দিন পরে দলের সঙ্গে যোগ দেন ।
4/6গত বছর করোনা সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট না খেলেই ফিরে আসতে হয়েছিল ভারতকে। ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া সেই টেস্ট খেলতেই এখন ইংল্যান্ডে রোহিতরা।
5/6অসমাপ্ত এই সিরিজে ভারতই ২-১ এগিয়ে রয়েছে। ব্রেন্ডন ম্যাকালামের কোচিংয়ে নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে হারিয়ে ছন্দে ফেরা ইংল্যান্ডের বিরুদ্ধে এ বার রোহিত, কোহলিরা কী করেন, সেটাই দেখার।
6/6দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত থাকার কারণে দলের সঙ্গে ঋষভ পন্ত এখনও ইংল্যান্ডে যাননি। তাঁর সঙ্গে যাবেন কোচ রাহুল দ্রাবিড়ও। আর কেএল রাহুলের পরিবর্ত হিবেসে যদি মায়াঙ্ক আগরওয়ালকে পাঠানো হয়, তবে তিনিও পন্তদের সঙ্গে ইংল্যান্ড উড়ে যাবেন।